রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষেত্রে প্রযোজ্য—
i. শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না
ii. জনগণের হাতে দেশের শাসন ক্ষমতা থাকে
iii. পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রপতি শাসিত সরকারে আইনসভার সদস্য নন—
i. রাষ্ট্রপতি
ii. মন্ত্রিসভার সদস্যগণ
iii. প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষেত্রে যেটি প্রযোজ্য-
i. তিনি সর্বময় ক্ষমতার অধিকারী
ii. তিনি প্রকৃত শাসক
iii. তিনি সরকারপ্রধান
যে সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতি শাসিত সরকার পারদর্শিতার পরিচয় দেয়—
i. যুদ্ধ
ii. জরুরি অবস্থা i
ii. অন্য কোনো সংকটকালে
রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ হলো—
i. দক্ষ শাসনব্যবস্থা
ii. স্থিতিশীল শাসন
iii. দলীয় মনোভাবের কম প্রতিফলন
রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হতে পারেন যে কারণে-
i. জনগণের নিকট জবাবদিহি থাকায়
ii. রাষ্ট্রপতির হাতে সর্বময় কর্তৃত্ব থাকায়
iii. শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী না থাকায়
নিচের কোনটি সঠিক?.
রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটিগুলো হলো-
i. স্বেচ্ছাচারী শাসন
ii. বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব
iii. অনমনীয় শাসন
উল্লিখিত বর্ণনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে বিদ্যমান সরকার-
i. সংসদীয়
ii. এককেন্দ্রিক
iii. প্রজাতান্ত্রিক
উদ্দীপকে বর্ণিত সরকারের প্রধান বৈশিষ্ট্য—
i. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান
ii. একাধিক রাজনৈতিক দলের অবস্থান
iii. সংকটকালের উপযোগী
সুজনের দেশের সরকারের বৈশিষ্ট্য হলো-
i. সংসদের প্রাধান্য
ii . ক্ষমতার একত্রীকরণ
iii. সর্বাত্মক ধারণা
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii.. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
সংবিধানে উক্ত বৈশিষ্ট্য উল্লেখ থাকায় জনগণ —
i . নিজেদের অধিকার ভোগের প্রতি সচেতন হয়
ii. কেউ অন্য কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারে না
iii. তাদের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায়