যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে যে সকল বিষয়ে জটিলতা দেখা দেয়-
i. সম্পর্ক নির্ধারণ
ii. ক্ষমতা বণ্টন
iii. আইন প্রণয়ন ও প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রদেশগুলো—
i. স্বতন্ত্র
ii. এককেন্দ্রিক
iii. স্বায়ত্তশাসিত
সংসদীয় সরকার বলতে বোঝায়—
i. যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ
ii. শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল
iii. যেখানে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে
সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে—
i. কানাডা
ii. সুইডেন
iii. অস্ট্রেলিয়া
গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদল আবশ্যক। কারণ—
i. ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য
ii. সরকারের ত্রুটিপূর্ণ কাজের সমালোচনার জন্য
iii. সরকারের আধিপত্য বিস্তারের জন্য
গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদলের আবশ্যকতা থাকে—
i. ক্ষমতার ভারসাম্য বজায় রাখে
ii. সরকারি সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে
iii. একচেটিয়া ব্যবসায়ী স্বার্থ বন্ধ করতে উদ্যোগ নেয়
বিরোধিদল সরকারের কাজের সমালোচনার ফলে সরকার-
i. পাত্তা দেয় না
ii. তার কাজে সংযত হয়
iii. ভালো কাজ করার চেষ্টা করে
গণতান্ত্রিক রাষ্ট্রে মুখ্য ভূমিকা পালন করলেও যেসব রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা গৌণ—
i. পুঁজিবাদী রাষ্ট্রে
ii. একনায়কতান্ত্রিক রাষ্ট্রে
iii. সমাজতান্ত্রিক রাষ্ট্রে
জনমতকে অনুকূলে রাখার জন্য সবসময় তৎপর থাকে—
i. সরকারি দল
ii. সাধারণ জনগণ
iii. বিরোধীদল
সংসদীয় সরকারের ত্রুটি হলো-
i. স্থিতিশীলতার অভাব
ii. ক্ষমতার অবিভাজন
iii. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব