কয়টি নিয়মে নুন সাকিন ও তানবিন পড়তে হয়?
নুন সাকিন ও তানবিনের হুকুম 'কয়টি?
‘ইদগাম’ শব্দের অর্থ কী?
এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে পড়াকে কী বলে?
নুন সাকিন ও তানবিনের পর যদি ৩ (ওয়াও) আসে তাহলে কীভাবে و পড়তে হবে?
নাফিসা পবিত্র কুরআন তিলাওয়াতের সময় নুন সাকিনের পরে 'লাম' অক্ষর পেল। তাকে কোন হুকুম অনুসরণ করতে হবে?
নুন সাকিনের পর 'তা' হরফ আসলে—
গুন্নাহ ছাড়া ইদগামের অন্য নাম কী?
নাসিকা সংযোগে চন্দ্রবিন্দু উচ্চারণ বিষয়টি নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
তাসনিম ইখফা সম্পর্কে পড়েছে। সে কয়টি হরফ জেনেছে?
গোপন করা তাজবিদের কোন নিয়মের শব্দের অর্থ?
ইখফার হরফ কয়টি?
ইখফা অর্থ কী?
নুন সাকিন ও তানবিনের পর ইখফার হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে কীভাবে পড়তে হয়?
নুন সাকিন ও তানবিনের পরে এ 'ফা' বর্ণ আসলে কোন নিয়ম হয়?
ইযহার শব্দের অর্থ কী?
ইহার পালন করার পদ্ধতি কোনটি?
ইযহার' এর হরফ কয়টি?
নুন সাকিনের ইযহারের হরফ কোনটি?
কালব বা ইকলাব বলতে কোনটি বোঝায়?