কুরআনের নির্দেশ পালনকারী —
i. দুর্ভোগ বৃদ্ধি পায়
ii. নিয়মানুবর্তী হয়
iii. দুর্নীতিমুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
জনাব সাদেক আল-কুরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে মনে করেন। তার এ ধরনের মনোভাবের যৌক্তিকতা হলো—
i. এটি জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস
ii. এটি একমাত্র আসমানি কিতাব
iii. এটি পরিপূর্ণ জীবনবিধান
অনেক সাওয়াব পাওয়া যাবে কোন প্রশ্বটি পাঠ করলে?
কোন কিতাব তিলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত?
ফারিহা একটি কিতাবের নাম বলল, কোনো ব্যক্তি কিতাবটি শিখলে এবং অন্যকে শেখালে সে ব্যক্তি উত্তম হতে পারবে। সে কোন কিতাবের নাম বলেছে?
সহিহ শুদ্ধভাবে কুরআন পাঠের রীতিকে কী বলা হয়?
তাজবিদের জ্ঞান অর্জন জরুরি কেন?
তাজবিদ অনুযায়ী কুরআন তিলাওয়াত করার বিধান কী?
জিসান কুরআন পড়ার সময় হরফগুলো ঠিকমতো উচ্চারণ করে না। সে কোন বিধানটি লঙ্ঘন করছে?
‘আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করুন'- কোন সূরার আয়াত?
করিম ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করে। সে কোন সূরার নির্দেশ পালন করল?
“আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করুন”--- আয়াতে কারিমা দ্বারা কীসের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে?
তাজবিদ জানার মাধ্যমে অবগত হওয়া যায়—
জামানের তিলাওয়াতের পদ্ধতিকে কী বলা হয়?
এ পদ্ধতিতে কুরআন তিলাওয়াত করলে–
i. উত্তম প্রতিদান পাওয়া যাবে
ii. সালাত শুদ্ধ হবে
iii. শ্রেষ্ঠ আলেম হবে
মায়মুনা প্রতি সকালে তাজবিদসহ কুরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে। কিয়ামতের দিন তার প্রতিদান হবে —
i. কুরআন তার জন্য সুপারিশ করবে
ii. তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে
iii. তার পিতামাতাকে মুকুট পরানো হবে
যে নুনের উপর জযম থাকে তাকে কী বলে?
দুই যবর, দুই যের, দুই পেশকে কী বলে?
তানবিনের মধ্যে কী উহ্য থাকে?
নুন সাকিন ও তানবিনের উচ্চারণ কীরূপ?