সূরা যিলযালে কীসের শিক্ষা দেওয়া হয়েছে?
সূরা আল যিলযাল –
i. আট আয়াত বিশিষ্ট
ii. বার আয়াত বিশিষ্ট
iii. মদিনায় অবতীর্ণ হয়েছে
নিচের কোনটি সঠিক?
সূরা যিলযালের শিক্ষা মানুষকে অনুপ্রাণিত করে—
i. সৎকর্ম সম্পাদনে
ii. নফল ইবাদত আদায়ে
iii. কাজকর্মে স্বচ্ছতা অবলম্বনে
সূরা ফিল কুরআন মজিদের কততম সূরা?
সূরা ফিলের মূল বিষয়বস্তু কী?
কোন সূরায় হাতিবাহিনীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে?
আবরাহা কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?
আবরাহা কোথায় গির্জা নির্মাণ করেছিল?
আবরাহা কয়টি হাতি নিয়ে যাত্রা শুরু করে?
'আবাবিল' নামক পাখি কয়টি করে কংকর বহন করছিল?
কত সালে হাতিবাহিনীর পরাজয়ের ঘটনাটি ঘটেছিল?
আবাবিল কী?
'ফিল' অর্থ কী?
ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের বর্ণনা রয়েছে কোন সূরায়?
ইয়ামানের বাদশাহ আবরাহার ধ্বংসের মূল কারণ কী?
আবরাহা ও তার দলের পরিণামের কথা কোন সূরায় উল্লেখ আছে?
আল্লাহ্ তায়ালার শক্তির মোকাবিলায় সমস্ত শক্তির ব্যর্থতার ঘোষণা রয়েছে—
সূরা আল-ফিল-
i. মক্কায় অবতীর্ণ
ii. আল-কুরআনের ১০৫তম সূরা
iii. এর আয়াত সংখ্যা ১০টি
ফরিদ আবরাহা সম্পর্কে পড়েছে। সে জেনেছে—
i. আবরাহা ছিল ইয়ামানের শাসনকর্তা
ii. সে ছিল খ্রিষ্টান
iii. সে কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল