মুনাফিকরা কীভাবে মুসলমানদের ক্ষতি করে?
'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।'— এটি কোন সূরায় বলা হয়েছে?
জাহান্নামের নিম্নস্তরে অবস্থান করবে কারা?
নিফাক পরিহারের উপায় কী?
জনাব ‘ক’-এর মাঝে মুনাফিকির চিহ্ন রয়েছে। তার চরিত্রে রয়েছে-
i. কপটতা
ii. ভণ্ডামি
iii. সহনশীলতা
নিচের কোনটি সঠিক?
সুমন সাহেব নিজেকে মুসলিম দাবি করেন, কিন্তু তিনি গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তাকে বলা যাবে –
i. মুনাফিক
ii. সাদিক
iii. মিথ্যাবাদী
মুনাফিকরা নিকৃষ্ট। কারণ তারা মানুষের -
i. চরিত্র ধ্বংস করে
ii. নৈতিক ও মানবিক মূল্যবোধ নষ্ট করে।
iii. অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে
নিফাকের প্রভাব সমাজকে ধাবিত করে-
i. শান্তির দিকে
ii. সংঘাতের দিকে
iii. দ্বিমুখিতার দিকে
মামুন সাহেব নিফাক থেকে বেঁচে থাকতে চান। এজন্য তিনি পরিহার করবেন—
i. মিথ্যা বলা
ii. খিয়ানত করা
iii. ওয়াদা রক্ষা করা
মীর জাফরের কর্মকাণ্ডে কাদের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
মীর জাফরের মতো চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারীরা—
i. মানুষের সাথে প্রতারণা করে
ii. সামাজিকভাবে ঘূণিত ও নিন্দিত হয়
iii. প্রকাশ্যে মানুষের ক্ষতি করার চেষ্টা করে
নিচের কোনটি সঠিক ?
উপরের আয়াতে কাদের মুখোশ উন্মোচন করা হয়েছে?
আয়াতে ইঙ্গিতবাহী লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে—
i. তারা ইসলামের চরম শত্রু
ii. তাদের বৈশিষ্ট্য তিনটি
iii. তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে
হাদিসের ভাষায় 'গ' কে চেনার কয়টি উপায় রয়েছে?
'গ' এরূপ আচরণের কঠোর পরিণতি থেকে পরিত্রাণ পেতে চাইলে, তাকে -
i. সদা সত্য কথা বলতে হবে
ii. কথা দিয়ে কথা রাখতে হবে
iii. রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হবে
হুসনা শব্দের অর্থ কী?
আল-আসমাউল হুসনা শব্দ দ্বয়ের অর্থ কী?
আল্লাহ্ তায়ালার গুণবাচক নামসমূহকে একত্রে কী বলা হয়?
রাউফুন, মুহাইমিনুন, গাফ্ফারুন-এগুলো হলো—
আসমাউল হুসনা কয়টি?