আল্লাহর সুন্দর নামসমূহ কীসের পরিচয় ঘটায়?
‘আল্লাহ তায়ালার জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। সুতরাং তোমরা তাকে সেসব নাম দ্বারাই ডাকো।'- কোন সূরায় একথা বলা হয়েছে?
আল্লাহর গুণবাচক নামসমূহ আমাদেরকে কোন কাজে অনুপ্রাণিত করে?
'আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর?' আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত?
আল্লাহর রং বলতে কী বোঝায়?
ম্যানেজারের আচরণে আল্লাহর কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে?
ক্ষমা চাওয়ার মাধ্যমে জনাব নোমানের চরিত্রে ফুটে উঠেছে-
জনাব আব্দুল আলিমের চরিত্রে আল্লাহর কোন নামটির প্রভাব লক্ষ করা যায়?
উক্ত নামের তাৎপর্য কী?
আমাদের প্রতি আল্লাহ তায়ালার দয়া ও করুণার শেষ নেই। তিনি-
i. আমাদের জন্য মাতা-পিতার মধ্যে ভালোবাসা সঞ্চার করেন
ii. নাফরমানি করলে তৎক্ষণাৎ শাস্তি প্রদান করেন
iii. তাওবা করলে আমাদের ক্ষমা করেন
নিচের কোনটি সঠিক?
মুহাইমিনুন শব্দের অর্থ হলো—
i. আশ্রয়দাতা
ii. অমুখাপেক্ষী
iii. নিরাপত্তাদানকারী
তাওহিদের পর কোন বিষয়টি আসে?
'চিঠি' এর আরবি প্রতিশব্দ কী?
'রিসালাত' শব্দের অর্থ কী?
আল্লাহর বানী মানুষের কাছে পৌছে দেওয়াকে কি বলে ?
রিসালাত ও নবি-রাসুলগণকে বিশ্বাস করার ব্যাপারে ইসলামের বিধান কী?
মানবজাতির হিদায়েতের জন্য কাদের পাঠানো হয়েছে?
আর প্রত্যেক জাতির জন্য দর্শক রয়েছে এই আয়াত যারা কীসের ঘোষণা দেওয়া হয়েছে ?
আল্লাহ প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক পাঠিয়েছেন। এখানে পথপ্রদর্শক বলতে কাদের বোঝানো হয়েছে?
কুরআন মজিদে কতজন নবি-রাসুলের নাম এসেছে?