নিফাক পরিহারের উপায় কী?
কোন শিক্ষা গ্রহণ করলে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল, পরোপকারী ও আত্মত্যাগী হয়ে উঠবে?
ব্যবসায় বাণিজ্য একটি-
কোন শিক্ষা মুমিনকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে?
কোন সময়ে প্রথম ইজমার প্রচলন লক্ষ করা যায় ?
যে কেউ রাসুলের বিরোধিতা করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাঁকে ঐ দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান।” -কোন সুরার আয়াত ?