ইসলামের প্রতারণার বিধান কী?
“তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না।” কার বাণী?
“তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না।” কোন সূরার অংশ?
প্রতারকের জন্য ফেরেস্তারা কী করে?
ধ্বংস কার?
“ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়।” কে বলেছেন?
“ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়।” কোন সূরার অংশ?
অসাক্ষাতে কারো দোষ বলাকে কী বলে?
ইসলামি শরিয়তে গিবত কী?অথবা, ইসলামি শরিয়তে গিবত করা কী ধরনের অপরাধ?
গিবতের শরয়ী হুকুম কী?
আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি?
অথবা, মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় অপরাধ কোনটি?
“তোমরা একে অন্যের গিবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাস? না, তোমরা তা পছন্দ কর না?” – আয়াতটি কোন সূরার?
গিবত কিসের চেয়ে জঘন্য অপরাধ?
"পরস্পর সদিচ্ছা বা শুভকামনাই দীন ।”- কে বলেছেন?
মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে---
অথবা, কোনটি সৎকর্ম খেয়ে ফেলে?
কোন ব্যান্ড অন্যের ভালো দেখতে পারে না?
মানুষের সাথে হিংসা-বিদ্বেষ কোন ধরনের অভ্যাস?
কোন কাজটি দীন ইসলামের মূলে কুঠারাঘাতস্বরূপ ?
হিংসা-বিদ্বেষ কিসের পরিপন্থি?
“তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুণ্ডনকারী (ধ্বংসকারী) রোগ ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে।" - কে বলেছেন?