প্রত্যেক স্থান কী অনুসারে?
“প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে।" কে বলেছেন?
“যারা ইমান আনে ও সৎকর্ম করে- আমি তো তার শ্রমফল নষ্ট করি না যে উত্তমরূপে কার্য সম্পাদন করে। " - কোন সুরার আয়াত?
নিজ কর্মের জন্য কারা দায়ী?
“প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না।” কোন সূরার অংশ?
'চক্ষু, কর্ণ, হৃদয় সম্পর্কে - প্রশ্ন করা হবে কোন সুরায় বলা হয়েছে ?
"আল্লাহ কারো ওপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।" আয়াতটি কোন সুরার?
“তারা কর্তব্য পালন করে এবং সেদিনের ভয় করে যেদিনের ভয়াবহতা হবে ব্যাপক।" এ আয়াতে কাদের কথা বলা হয়েছে?
“তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমরা প্রত্যেকেই নিজ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কোন গ্রন্থের হাদিস?
আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কী করেন?
'তাহারাত' শব্দের অর্থ কী?
“পবিত্রতা ইমানের অঙ্গ।” কার বাণী?
আল্লাহ কাদের ভালোবাসেন?
“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন।” কোন সূরার অংশ?
মিসওয়াক করা কী?
বেশিরভাগ কবর আযাবের কারণ কী?
"নিশ্চয়ই প্রস্রাবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে থাকে। " কে বলেছেন?
" আপনার কাপড় পবিত্র রাখুন ।" কাকে বলা হয়েছে?
"আপনার কাপড় পবিত্র রাখুন।" কোন সূরার অংশ?
সাধারণত ধনসম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে কী বলে?