“তোমরা হিংসা থেকে সাবধান থাক। কারণ আগুন যেমন শুকনো কাঠ খেয়ে ফেলে, হিংসাও তেমনি সৎকর্মগুলো খেয়ে ফেলে।” একথা কোন হাদিস গ্রন্থে আছে?
“আর হিংসুকের অনিষ্ট থেকে (পানাহ চাই) যখন সে হিংসা করে।” কোন সুরার অংশ?
ফিতনা ও ফাসাদ কোন ভাষার শব্দ?
ফিতনা অর্থ কী?
মানুষ খুন-খারাবি করে কেন?
হত্যার চেয়েও জঘন্য কী?
ফিতনা-ফাসাদ কী ধরনের অপরাধ?
শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না।” কথাটি কোন সুরায় বর্ণিত?
শৃঙ্খলা ভঙ্গ করে মুসলমানদের চরম মূল্য দিতে হয়েছিল কোন যুদ্ধে?
উহুদের যুদ্ধে মুসলিমদের চরম মূল্য দিতে হয়েছিল কেন?অথবা উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয়ের কারণ কী ছিল?
ফিতনা-ফাসাদের শরয়ী বিধান কী?
“অতঃপর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সম্মান কর।" কে বলেছেন?
"অতঃপর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সম্মান কর।" আয়াতের বিষয়বস্তু কী?
‘হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরযের পর আরও একটি ফরজ কাজ।” কার বাণী?
“নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ খায় নি।” কোন গ্রন্থের হাদিস?
“তোমাদের কেউ যেন জীবিকা উপার্জনের চেষ্টায় নিরুৎসাহিত হয়ে বসে না থাকে।' কার বাণী?
সুদ কোন ভাষার শব্দ?
যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলে?
ঘুষের বিধান কী?