উৎপাদনশীলতা বলতে বোঝায় প্রতিষ্ঠানের-
i. ইনপুট আউটপুটের অনুপাতকে
ii. উপযোগ সৃষ্টির সামর্থ্যকে
iii. উদ্বৃত্ত সৃষ্টির সামর্থ্যকে
নিচের কোনটি সঠিক?
উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উপকরণসমূহের
i. কার্যকারিতা মূল্যায়ন করে
ii. সদ্ব্যবহার নিশ্চিত করে
iii. অপচয় বৃদ্ধি করে
মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিকে প্রথমে কী নির্ধারণ করতে হবে?
নিচের কোনটি স্থির ব্যয়?
নির্ধারিত সময়ের পূর্বে মূল্য পরিশোধকারী ক্রেতাদের মূল্য হ্রাস করা হলে তাকে কী বলে?
পরিমাণ বাট্টা প্রতিষ্ঠানের কোন ধরনের ব্যয় হ্রাসকরণে সহায়তা করে?
অফ সিজনে বিক্রয় বৃদ্ধি করে উৎপাদন অব্যাহত রাখার উদ্দেশ্যে কোন ধরনের বাট্টা প্রদান করা হয়?
পণ্য হিসেবে বিবেচিত হয়-
i. ধারণা ও সেবা
ii. ঘটনা ও স্থান
iii. ব্যক্তি ও সংগঠন
পণ্যের বৈশিষ্ট্য হলো-
i. দৃশ্যমান ও অদৃশ্যমান
ii. আর্থিক ও অনার্থিক মূল্য
iii. বস্তুগত ও অবস্তুগত
ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য হলো--
i. ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয়
ii. অল্প পরিমাণে ক্রয়
iii. দৈনন্দিন জীবনধারণের জন্য ক্রয়
ভোগ্যপণ্য হলো-
i. চাল, ডাল ও টুথপেস্ট
ii. দুধ, ফলমূল ও পাট
iii. শ্যাম্পু, ঘড়ি ও টেলিভিশন
শিল্পপণ্যের বৈশিষ্ট্য হলো-
i. অনমনীয় চাহিদা
ii. জ্ঞাতব্য বাজার
iii. ব্যাপক ক্রেতা
ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য উভয় হতে পারে-
i. শাকসবজি
ii. তুলা
iii. ময়দা
ভোগ্যপণ্য বণ্টনে অনুসরণ করা হয়-
i. প্রত্যক্ষ বণ্টনপ্রণালি
ii. পরোক্ষ বণ্টনপ্রণালি
iii. দীর্ঘ বণ্টনপ্রণালি
ভোগ্যপণ্যের ক্রেতারা সারাদেশে কীরূপ অবস্থায় থাকে?
পণ্যের জীবনচক্রের সূচনা স্তরে পণ্যটি-
i. প্রথমবার বাজারে ছাড়া হয়
ii. এটি জীবনচক্রের প্রথম স্তর
iii. এ স্তরে পণ্যটি পরিচিতি লাভ করে
পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে পণ্যটি-
i. বাজারে দীর্ঘদিন টিকে থাকতে পারে
ii. ক্রেতারা ধীরে ধীরে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
iii. নতুন বাজারে প্রবেশের চেষ্টা করে
পণ্যের জীবনচক্রের পতন স্তর থেকে একটি পণ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়-
i. মানোন্নয়ন ও বৈচিত্র্যতা বৃদ্ধি করে
ii. বাড়তি সুবিধা যোগ করে
iii. মূল্য অর্ধেক কমিয়ে দিয়ে
তীব্র প্রতিযোগিতার ফলাফল হলো-
i. নতুন পণ্যের আবির্ভাব
ii. স্বল্পমূল্যে পণ্য প্রাপ্তি
iii. উন্নত মানের পণ্য প্রাপ্তি
পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো-
i. মুনাফামুখী
ii. বিক্রয়মুখী
iii. প্রতিযোগিতামুখী