নতুন পণ্য ও সেবা উৎপাদনের ফলে মানুষের পূরণ হচ্ছে-
i. মৌলিক চাহিদা
ii. প্রয়োজনীয় চাহিদা
iii. নিত্যনতুন চাহিদা
নিচের কোনটি সঠিক?
উৎপাদন হতে হলে যেকোনো পণ্য বা সেবার-
i. উপযোগিতা থাকতে হবে
ii. অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে
iii. বিক্রয়যোগ্যতা থাকতে হবে
মানুষ প্রাকৃতিক সম্পদের আকৃতি ও রূপগত পরিবর্তনের মাধ্যমে-
i. বাড়তি মূল্য সৃষ্টি করে
ii. বাড়তি উপযোগ সৃষ্টি করে
iii. বাড়তি মূল্যবোধ সৃষ্টি করে
প্রকৃতপক্ষে মানুষ কোনোকিছু-
i. সৃষ্টি করতে পারে না
ii. পরিবর্তন করতে পারে না
iii. ধ্বংস করতে পারে না
ব্যবসায় ক্ষেত্রে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয় প্রধানত-
1. ভোগের মাধ্যমে
ii. বিক্রয়ের মাধ্যমে
iii. ক্রয়ের মাধ্যমে
সেবাগত উপযোগের বৈশিষ্ট্য হলো-
i. সেবার মধ্যে মানুষের অভাব পূরণের সামর্থ্য থাকে
ii. সেবাদানকারী থেকে সেবাগ্রহীতা আলাদা থাকে
iii. সেবাদানকারীকে সেবাগ্রহীতা অর্থ প্রদানে রাজি থাকে
সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত হলো-
i. কর
ii. ভ্যাট
iii. শুল্ক
উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্ক হলো-
i. বিক্রয় বৃদ্ধি পায়
ii. মুনাফা বৃদ্ধি পায়
iii. রপ্তানি বৃদ্ধি পায়
জাতীয় উৎপাদন হচ্ছে একটি দেশের
i. জীবনযাত্রার মানের সূচক
ii. অগ্রগতির সূচক
iii. অর্থনীতির প্রবৃদ্ধির সূচক
সাধারণত কৃষিখাত থেকে যোগান আসে
i. মানুষের খাদ্যের
ii. শিল্পের কাঁচামালের
iii. শিল্পের যন্ত্রাংশের