বিপণন প্রসারের অন্তর্ভুক্ত হাতিয়ার হলো-
i. মোড়ককরণ
ii. বিজ্ঞাপন
iii. ব্যক্তিক বিক্রয়
নিচের কোনটি সঠিক?
প্রমোশন হাতিয়ার হিসেবে জনসংযোগ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো-
i. প্রেস বিজ্ঞপ্তি
ii. ব্যক্তিক বিক্রয়
iii. সংবাদ সম্মেলন
কোন বাজারের সদস্যরা পুনরায় বিক্রয় বা উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে?
ভোক্তাবাজারে পণ্যের একক মূল্য কীরূপ থাকে?
হিমেল সাহেবের চিপ্সের কারখানা আছে। এ বছর আলুর দাম কম হওয়াতে সে কোল্ড স্টোরেজে আলু জমা করছে। তার এ জমাকৃত আলুগুলোকে কী বলে?
কিসের ভিত্তিতে বাজারকে গ্রাম, মহল্লা, শহর ও উপশহরে ভাগ করা হয়েছে?
শৈলী কাপড় কেটে জামা তৈরি করতে পারেন। তিনি শুরুতে নিজের জন্য জামা বানাতেন। কিন্তু বর্তমানে তিনি ইসলামপুর থেকে কাপড় কিনে জামা তৈরি করে বিক্রি করেন। শৈলী কোন বাজারের সদস্য?
বাজার বিভক্তিকরণে ক্রেতাসাধারণকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়?
অব্যবসায়ী ও অমুনাফাভোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাজারকে কী বলে?
জনাব মোক্তার বিশ্বখ্যাত ফেরারি ব্র্যান্ডের একটি নতুন গাড়ি ক্রয় করলেন। ঐ ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য জনাব মোক্তার কোন ধরনের বাজার?
কোন ধরনের বাজারে ব্যবসায়িক উদ্দেশ্য নেই?
সাধারণত টেন্ডারের মাধ্যমে ক্রয়-বিক্রয় হয় কোন বাজারে?
তারেক খুলনা শহরের ইকরা গ্রুপের পাইকারি প্রতিনিধি। সে কোন বাজারের সদস্য?
কোন ধরনের বাজারে জনসেবাক মুখ্য উদ্দেশ্য?
ভোক্তাবাজার প্রসারে প্রতিষ্ঠানের করণীয় কী?
ভোক্তাবাজারের ভৌগোলিক বিভক্তিকরণে বিবেচ্য বিষয় কোনটি?
নির্দিষ্ট কোন অঞ্চলের সম্ভাব্য ক্রেতাদের অবস্থানগত ঘনত্বের পার্থক্যের কারণে কী ঘটতে পারে?
নিশি বাজার থেকে যে সুবিধা পেতে চায় তাকে কী বলে?
নিশি যে সুবিধা পেতে ইচ্ছুক তা হলো-
i. পণ্যের মান
ii. কম দাম
iii. বিএসটিআই এর অনুমোদন
যশোরের জাকারিয়া তার উৎপাদিত পেয়াজ সারা দেশে বিক্রয় করতে চান। সেক্ষেত্রে জাকারিয়া পুনঃবিক্রেতার বাজারের সদস্য হতে পারে-
i. সরবরাহকারীরা হিসেবে
ii. পাইকারি ব্যবসায়ী হিসেবে
iii. খুচরা ব্যবসায়ী হিসেবে