সেলুন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
কোন যুগ শিল্প বিল্পবের যুগ হিসেবে পরিচিত?
বিপণন কার্যাবলির কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করে?
অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কি বলে?
জনাব কামরুল চাঁপাইনবাবগঞ্জ হতে বিষক্ত রাসায়নিকমুক্ত আম সংগ্রহ করে ৮ টি বিভাগীয় শহরে নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের নিকট আম বিক্রয় করে।
জনাব কামরুল কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
মোড়কীকরণের ফলে-
i. আকর্ষণীয়তা বৃদ্ধি পায়।
ii.চাহিদা হ্রাস পায়।
iii.গুণগত মান রক্ষা পায় ৷
নিচের কোনটি সঠিক?
পণ্যেকে বিভিন্ন বিভাগে ভাগ করার মৌলিক সীমা নির্ধারণকে কী বলে?
বর্তমান আধুনিক বিপণন কীরূপ?
শিল্প বাজারের সদস্য কারা?
কোন বাজারে কাঁচামাল ক্রয় বিক্রয় করা হয় না?
উৎপাদকদের নিয়ে গঠিত কোন বাজার?
বিপণন মিশ্রণ উপাদান হলো:-
i.বিজ্ঞাপন।
ii.পণ্য।
iii.মূল্য।
কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় হলো:-
i.পরিমাপযোগ্যতা।
ii.প্রবেশযোগ্যতা।
iii.বিশ্বাসযোগ্যতা।
জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্য?
কোনটি ভোগ্যপণ্য?
পণ্যের অন্তর্ভুক্ত হলো:-
i.দ্রব্য।
ii.ধারণা।
iii.সেবা।
বিপণন মিশ্রণের প্রথম ও প্রধান উপাদান কোনটি?
নিচের কোনটি লোভনীয় পণ্য?
বিজ্ঞাপনের মাধ্যমে বৃদ্ধি পায়:-
i.পণ্যের মূল্য।
ii.বাজার।
iii.পণ্যের আকর্ষণ।
বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয় কোনটি?