বকুলের গার্মেন্টস স্থাপনের পূর্বে কী বিবেচনা করা উচিত ছিল?
বকুল ফ্যাক্টরি লে-আউট অনুসরণের মূলত কয়টি বিষয় বিবেচনা করেছিল?
কোন ধরনের মতবাদে ব্যবস্থাপনা ও কর্মীদের জন্য পাশাপাশি স্থানে বরাদ্দ রাখা হয়?
গতানুগতিক বিন্যাসে ব্যক্তি বা কর্মীর স্থানের আকার, অবস্থান ও সাজসজ্জা কিসের ওপর নির্ভর করে?
১৯৫০ সালে কোন দেশে অফিস বিন্যাসের মতবাদ উন্নয়ন করা হয়?
গতানুগতিক বিন্যাসের চেয়ে অফিস সজ্জার স্থাপনার ব্যয় শতকরা কত ভাগ বেশি?
অফিস বিন্যাসে এক বা একাধিক মতবাদ ব্যবহার করা যেতে পারে-
i. কাজের প্রকৃতির আলোকে
ii. কর্মীদের মনোভাবের আলোকে
iii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির আলোকে
নিচের কোনটি সঠিক?
অফিসের আকর্ষণীয় স্থাপনা এবং বিভাজন কর্মীদের মধ্যে-
i. একান্ততা বৃদ্ধি করে
ii. আলাদা গ্রুপ তৈরি করে
iii. দ্বন্দ্ব সৃষ্টি কর
যান্ত্রিক কটেজ ধারণাটি গড়ে উঠেছে-
i. ইন্টারনেটের ভিত্তিতে
ii. ব্যবসায়ের ভিত্তিতে
iii. তথ্য প্রযুক্তির ভিত্তিতে
ব্যবসায়ের কর্মকেন্দ্র সুবিন্যস্তভাবে সাজানোকে কী বলে?
লে-আউট কী?
যন্ত্রপাতি বিন্যাস কিসের অন্তর্ভুক্ত?
বিন্যাসের মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোন বিষয় সাজানো হয়?
বিনাসের ক্ষেত্রে সর্বপ্রথম কোন বিষয়টি বিবেচনা করতে হয়?
চূড়ান্ত লে-আউটের পূর্বে কোনটি করা যেতে পারে?
খারাপ বিন্যাস কীভাবে উৎপাদনশীলতাকে হ্রাস করে?
ফ্যাক্টরি লে-আউট কত প্রকার?
দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় কোন লে-আউটের কারণে?
বিক্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে নিচের কোন লে-আউট স্থাপিত হয়?
কোন লে-আউটের উদ্দেশ্যে সমজাতীয় যন্ত্রপাতিকে এক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়?