ব্যবসায়ের শহুরে অবস্থানের সুবিধাগুলো হচ্ছে-
i. অফিস আদালতের উপস্থিতি
ii. স্থানীয় কাঁচামালের সংগ্রহের সুবিধা
iii. শক্তিসম্পদের প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
জনাব আরিফ গাড়ির খুচরা পার্টস বিক্রেতা। অনেক ক্রেতার সমাগম ঘটে এবং একই ধরনের অনেকগুলো দোকান পাশাপাশি থাকলে প্রয়োজনীয় সুবিধা পাওয়া যায়। এটি বিবেচনা করে তিনি ঢাকার ধোলাইখাল এলাকায় দোকান দিয়েছেন। এখানে লভ্যাংশ হস্তান্তর সুবিধাও পাওয়া যায়। ধোলাইখাল এলাকায় ব্যবসায় অবস্থান নির্ধারণে জনাব আরিফকে প্রভাবিত করে-
i. শ্রমিক-কর্মচারী প্রাপ্যতা
ii. সমজাতীয় ও সহযোগী ব্যবসায়ের উপস্থিতি
iii. রাজনৈতিক বিবেচনা
যে সকল বিষয় বিবেচনা করে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ করা হয়, তা হলো-
i. জাতীয় উৎপাদনে অংশগ্রহণ
ii. বাজারের নৈকট্য লাভ
iii. উন্নত যোগাযোগ ব্যবস্থা
ব্যবসায়ের অবস্থান নির্ধারণে প্রভাবিত করে –
i. রাজনৈতিক অবস্থা
ii. সাংস্কৃতিক অবস্থা
iii. সরবরাহকারী
বৃহদায়তন ব্যবসায় গড়ে তোলার ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. বাজার চাহিদা
ii. ক্রেতার আর্থিক অবস্থা
iii. সম্প্রসারণ সুবিধা
ব্যবসায় কেন্দ্রীকরণের ফলে –
i. ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পায়
ii. চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যায় না
iii. জীবনযাত্রার ব্যয় বাড়ে
বিকেন্দ্রীকরণ হলো –
i. উৎসাহ দেওয়ার প্রক্রিয়া
ii. সিদ্ধান্ত বিন্যাসকরণ প্রক্রিয়া
iii. অধস্তনদের গুরুত্ব দেয়
ব্যবসায় প্রতিষ্ঠানের অবস্থানের ওপর নির্ভর করে-
i. প্রতিষ্ঠানের সফলতা
ii. উৎপাদন খরচ
iii. ক্রেতার চাহিদা
উপযুক্ত অবস্থানে ব্যবসায় গড়ে তোলা সম্ভব হলে যেসব কাজ সম্পাদন সহজ হয়-
i. গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ
ii. প্রতিযোগীদের মোকাবিলা
iii. সাফল্যার্জন
বাংলাদেশে নারায়ণগঞ্জে পাট শিল্প গড়ে ওঠা মূল কারণগুলো হলো-
i. ভৌগোলিক চাহিদা
ii. সস্তা শ্রম
অবকাঠামোগত ব্যবসায়িক সুবিধাগুলো হলো-
i. গ্যাস
ii. 'বিদ্যুৎ
iii. রাস্তাঘাট
উপযুক্ত স্থানে ব্যবসায় স্থাপন করার ফলে ব্যবসায়ের উৎপাদন ব্যয় কম হয়। এজন্য যেসব সুবিধা পাওয়া যায়, তা হলো-
i. প্রতিযোগিতায় টিকে থাকা
ii. পণ্যের মূল্য কম নির্ধারণ
iii. অধিক বিক্রয় ও মুনাফা বৃদ্ধি