কোথায় কাঁচামালের মূল্য বেশি থাকে?
অনেক সময় সরকারি নীতির কারণে ব্যবসায়ের কোন বিষয়টি পরিবর্তন করতে হয়?
উত্তম অবস্থানের বৈশিষ্ট্য হচ্ছে-
i. পরিবহন সুবিধা
ii. বিপণন সুবিধা
iii. কর রেয়াত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ের জন্য গ্রামের তুলনায় শহরের ব্যয় বেশি কারণ –
i. পৌরকর
ii. খাজনা
iii. অধিক ভাড়া
বিসিক শিল্প নগরীতে শিল্প গড়ে ওঠার কারণ হলো –
i. শুল্ক সুবিধা
ii. অবকাঠামোগত সুবিধা
iii. ঋণের সুযোগ
গ্রামে কাঁচামালের সহজলভ্যতার কারণ –
i. উৎপাদন স্থান
ii. সহজে আনয়ন
iii. বাজারের নৈকট্য
ব্যবসায়ের কাম্য অবস্থান প্রয়োজন যে কারণে -
i. অধিক ক্রেতার জন্য
ii. কাঁচামালের সহজলভ্যতার জন্য
iii. গুদামজাতকরণের জন্য
শুধু শহর এলাকায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়গুলো হচ্ছে-
i. ছাপাখানা
ii. পাইকারি ব্যবসায়
iii. বেসরকারি হাসপাতাল
উপযুক্ত স্থানে ব্যবসায় স্থাপন করার ফলে ব্যবসায়ের উৎপাদন ব্যয় কম হয়। এজন্য যে সকল সুবিধা পাওয়া যায়, তা হলো –
i. প্রতিয়োগিতায় টিকে থাকা
ii. পণ্যের মূল্য কম নির্ধারণ
iii. অধিক বিক্রয় ও মুনাফা বৃদ্ধি
নগরজীবনকে বাধাগ্রস্ত করে –
i. হরতাল
ii. রাজনৈতিক প্রভাব
iii. যানজট
সুবিধাজনক স্থানে ব্যবসায় স্থাপিত না হলে –
i. উৎপাদন ব্যাহত হয়
ii. প্রতিযোগিতা বেড়ে যায়
iii. বণ্টন ব্যয় বেড়ে যায়
আমাদের দেশে অধিকাংশ রপ্তানি ও পুনঃরপ্তানিমুখী উৎপাদন প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে-
i. EPZ-গুলোতে
ii. ঢাকা, চট্টগ্রাম ও খুলনা
iii. দেশের সকল জেলা শহরগুলোতে
বাংলাদেশের EPZ-গুলো যে উৎপাদনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে-
i. সস্তায় শ্রম ও শুল্ক সুবিধা
ii. অবকাঠামোগত সুযোগ-সুবিধা
iii. মূলধনের সহজপ্রাপ্তি
ইমদাদ হোসেন কোন দিকটি বিবেচনা করে কারখানা স্থাপন করেছেন?
মনসুর কারখানা স্থাপনে কোন পরিবেশ বিবেচনা করেছেন?
মনসুর বান্দরবানে কারখানা স্থাপন করে যে সুবিধা পাবেন-
i. কাঁচামালের প্রাচুর্য নিশ্চিতকরণ
ii. কম ব্যয়ে কাঁচামাল সংগ্রহকরণ
iii. পণ্য বিপণন সুবিধা
তার ব্যবসায় প্রতিষ্ঠানটি স্থাপনের ক্ষেত্রে কোন ধরনের গ্রাম্য অবস্থা কাজে লেগেছে?
তার ব্যবসায়টি গ্রামে অবস্থানের জন্যই তিনি লাভবান হয়েছেন। কারণ -
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. সম্প্রসারণের সুবিধা
iii. স্বল্পমূল্যে শ্রমিক প্রাপ্তি
মানিক সাহেব যে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চূড়ান্ত পণ্য উৎপাদন করেন তাকে কী বলে?
মানিক সাহেব ব্যবসায়ের অবস্থান নির্বাচনে বিবেচনা করেন-
i. জনশক্তি
ii. অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান
iii. ভূমি