কোনো প্রতিষ্ঠান অবিরামভাবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারে না। কারণ এতে-
i. পণ্য বা সেবা মানের অবনতি ঘটে
ii. কার্য পরিবেশ বিনষ্ট হতে পারে
iii. যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
সর্বোচ্চ উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি হলো-
i. এ ব্যবস্থা স্বল্পকালীন সময়ে ধরে রাখা সম্ভব
ii. এ ব্যবস্থা দীর্ঘকালীন সময়ে ধরে রাখা সম্ভব না
iii. নির্দিষ্ট দিনের জন্য কয়েক ঘণ্টা ধরে রাখা সম্ভব
একটি উৎপাদনকারী যন্ত্রের উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি, যেটি দৈনিক ৪,৯০০ কেজি উৎপাদনে সক্ষম। ২য় বছরে সেটি দৈনিক ৪,০০০ কেজি উৎপাদন করতে সক্ষম হয়। এক্ষেত্রে-'
i. যন্ত্রটির প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,০০০ কেজি
ii. প্রথম বছরে প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,৯০০ কেজি
iii. দ্বিতীয় বছরে প্রকৃত উৎপাদন ক্ষমতা ৪,০০০ কেজি
বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে উৎপাদন ক্ষমতার পরিমাপের একক হতে পারে-
i. প্রতি ট্রিপে যাত্রীর পরিবহন
ii. দোকান মালিকের মাসিক বিক্রয়
iii. প্রতিটি input ও output-এর পরিমাণ
উৎপাদন ক্ষমতাকে পরিমাপ করা হয়-
i. উৎপাদিত পণ্যের ভিত্তিতে
ii. Input ও Output-এর ভিত্তিতে
iii. ব্যবহৃত উপকরণের ভিত্তিতে
মি. মামুন তার প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহার হার নির্ধারণ করতে চাচ্ছেন। এ কারণে তাকে ধারণা রাখতে হবে-
i. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পর্কে
ii. কার্যকর উৎপাদন ক্ষমতা সম্পর্কে
iii. প্রকৃত উৎপাদন সম্পর্কে
সহজেই কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা যায়-
i. প্রকৃত উৎপাদনের পরিমাণ জানা থাকলে
ii. কার্যকর ক্ষমতা জানা থাকলে
iii. উৎপাদন ক্ষতার হ্রাস-বৃদ্ধি জানা থাকলে
নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ-
i. বাজার শেয়ার হ্রাস
ii. চাহিদা হ্রাস
iii. অপর্যাপ্ত সরবরাহ