উৎপাদন বৃদ্ধির ফলে-
i. উৎপাদন ব্যয় হ্রাস পায়
ii. উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
iii. প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয়
নিচের কোনটি সঠিক?
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হলো-
i. কার্য পরিমাপকরণ
ii. কার্য বিকেন্দ্রীকরণ
iii. কর্মী ব্যবস্থাপনার উন্নয়ন
ওয়াল্টার সিডহার্ট যে পদ্ধতিতে উৎপাদন মান নিয়ন্ত্রণ করেন তা হলো-
i. গাণিতিক পদ্ধতিতে
ii. জ্যামিতিক পদ্ধতিতে
iii. পরিসংখ্যানিক পদ্ধতিতে
মান নিয়ন্ত্রণের ফলে প্রতিষ্ঠানের -
i. পণ্যের ব্যয় বৃদ্ধি পায়
ii. পণ্যের চাহিদা বৃদ্ধি পায়
iii. পণ্যের সুনাম বৃদ্ধি পায়
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সহজ হয়-
i. নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে
ii. পণ্যে রাসায়নিক দ্রব্য মিশ্রণের মাধ্যমে
iii. মান নিয়ন্ত্রণের মাধ্যমে
মজুদমাল নিয়ন্ত্রণে ব্যবহৃত পদ্ধতি হলো-
i. Economic Order Quantity (EOQ)
ii. Analysis Better Control (ABC)
iii. High Volume Low Cost (HVLC)
পরিকল্পনা অনুযায়ী উৎপাদনকার্য পরিচালিত হলে-
i. উৎপাদন কাজ দীর্ঘায়িত হয়
ii. উৎপাদন কাজ ত্বরান্বিত হয়
iii. উৎপাদন কাজ সম্প্রসারিত হয়
উৎপাদন বাজেটে উল্লেখ থাকে-
i. ব্যয়িত অর্থ কোথায় থেকে সংগ্রহ করা হবে
ii. ক্রেতাদের জন্য কী পরিমাণ পণ্য উৎপাদিত হবে
iii. পণ্য উৎপাদনে কী পরিমাণ অর্থ ব্যয় হবে
বর্তমানে উৎপাদনকার্য প্রক্রিয়া-
i. অত্যন্ত সরল
ii. অত্যন্ত জটিল
iii. তীব্র প্রতিযোগিতাপূর্ণ
উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতাভুক্ত হচ্ছে-
i. উৎপাদন পরিকল্পনা প্রণয়ন
ii. উৎপাদন পদ্ধতি নির্ধারণ
iii. উৎপাদন ডিজাইন তৈরি
উৎপাদনের খাত হচ্ছে-
i. পণ্যখাত
ii. আর্থিকখাত
iii. সেবাখাত
বাংলাদেশে সেবাখাতের ব্যাপক প্রসারের কারণ হলো-
i. সরকারি প্রচেষ্টা
ii. প্রযুক্তির উন্নয়ন
iii. জনগণের চাহিদা
বেসরকারি মালিকানার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হলো-
i. টেলিটক
ii. গ্রামীণ ফোন
iii. রবি
মি. আলমগীর একজন বড় ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এবং প্রতি জায়গাতেই তার নগদ অর্থের প্রয়োজন হয়। এক্ষেত্রে তিনি টাকা উঠাতে পারবেন-
i. ব্যাংক হিসাবের মাধ্যমে
ii. গ্রামীণ ব্যাংকের মাধ্যমে
iii. এটিএম মেশিনের মাধ্যমে
বাংলাদেশে বিদ্যমান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো-
i. ডেসা
ii. ডেসকো
iii. বেসিক ব্যাংক
উৎপাদনশীলতা বলতে বোঝায়-
i. উৎপাদনে ব্যবহৃত পণ্যের অনুপাত
ii. উৎপাদিত পণ্যের গড় অনুপাত
iii. উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাত
কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে-
i. পণ্যের ব্যয় হ্রাস পায়
ii. পণ্যের মান বৃদ্ধি পায়
iii. পণ্যের অবচয় হ্রাস পায়
উৎপাদনশীলতার সাথে জড়িত বিষয় হলো-
i. শ্রম ও মূলধন
ii. মূলধন ও সংগঠন
iii. কাঁচামাল ও প্রণোদনা
কাস্টমাইজেশনের উদাহরণ হলো-
i. অস্ত্র নির্মাণ কারখানা
ii. পোশাক কারখানা
iii. হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান
মরিয়ম জামালের কাজটির বৈশিষ্ট্য হলো-
i. সেবা গ্রাহকভেদে ভিন্ন হয়।
ii. সেবাদানে গ্রাহকের উপস্থিতি আবশ্যক
iii. সেবা গ্রাহকভেদে অভিন্ন হয়