বাজারজাতকরণের মৌলিক ধারণার অন্তর্ভুক্ত-
i. সামাজিক প্রক্রিয়া
ii. ব্যবস্থাপকীয় প্রক্রিয়া
iii. অর্থনৈতিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
কোনো ব্যক্তির অভাব চাহিদায় পরিণত হতে হলে-
i. অভাব পূরণের হাচ্ছা থাকতে হবে
ii. ইচ্ছা পূরণের আর্থিক সক্ষমতা থাকতে হবে
iii. অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে
বিপণন হচ্ছে-
i. পণ্য ও সেবা বিক্রয়
ii. ক্রেতা ও ভোক্তামুখী কার্যক্রম
iii. সম্ভাব্য বাজার গবেষণা
বিপণন পণ্যের যে উপযোগ সৃষ্টি করে তা হলো-
i. রূপগত ও উৎপাদনগত
ii. স্থানগত ও সময়গত
iii. স্থানগত ও স্বত্বগত
পণ্যের অন্তর্গত হলো-
i. চাঁদপুরের ইলিশ
ii. প্রেমের তাজমহল (চলচ্চিত্র)
iii. চাল, ডাল ও খাতা
বিপণন অর্পণের অন্তর্ভুক্ত হলো-
i. পণ্য
ii. সেবা
iii. ভ্যালু
সেবা বলতে বোঝায়-
i. কতিপয় কার্যাবলি
ii. দর্শন ও অনুসন্ধান
iii. সুবিধা এবং তৃপ্তি
পণ্য বা সেবার সুবিধা, যদি প্রত্যাশার তুলনায় কম বা বেশি হয় তাহলে ক্রেতা-
i. সন্তুষ্ট হয়
ii. অসন্তুষ্ট হয়
iii. লাভবান হয়