সরাসরি বিপণনকারী প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাটা সু
ii. সাধনা ওষুধালয়
iii. বনফুল মিষ্টান্ন
নিচের কোনটি সঠিক?
বণ্টনপ্রণালির কার্যাবলির মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. তথ্য
ii. সমঝোতা
iii. কর্মসংস্থান
বস্তুগত বণ্টনের মাধ্যমে বণ্টনপ্রণালি সৃষ্টি করে-
i. স্থানগত উপযোগ
ii. সময়গত উপযোগ
iii. স্বত্বগত উপযোগ
বণ্টনপ্রণালির কার্যক্রম নির্ভর করে-
i. উৎপাদনের ওপর
ii. মূল্যের ওপর
iii. ক্রয়ের ওপর
মধ্যস্থকারবারির বৈশিষ্ট্য হলো-
i. বাজার বিশ্লেষক
ii. প্রতিনিধিত্ব
মি. সবুজ, ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কোম্পানিতে নিয়োগ পেয়েছেন। মি. সবুজের কাজ মূলত-
i. শুল্কসংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন করা
ii. আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করা
iii. খাজনা আদায় করা
মধ্যস্থকারবারিগণ উৎপাদককে তথ্য সরবরাহ করে-
i. পণ্যের চাহিদা সম্পর্কে
ii. ক্রেতার রুচি সম্পর্কে
iii. বিক্রেতার সামর্থ্য সম্পর্কে