শ্রমিকের দরকষাকষির ক্ষমতা কম হবার কারণ-
i. শ্রম ধ্বংসশীল
ii. শ্রমিকের চেয়ে নিয়োগকর্তার সংখ্যাধিক্য
iii. শ্রমের গতিশীলতা অপেক্ষাকৃত কম
নিচের কোনটি সঠিক?
শ্রমের মজুরি হ্রাস পেলে-
i. শ্রমিকদের কাজের উৎসাহ কমে যায়
ii. শ্রমিকদের কাজের উৎসাহ বেড়ে যায়
iii. শ্রমের যোগান বৃদ্ধি পায়
শ্রমের গতিশীলতায় বাধা সৃষ্টি করে-
i. জাতি
ii. ভাষা
iii. ভৌগোলিক অবস্থান
শ্রম হিসেবে বিবেচিত হবে-
i. আনন্দ লাভের উদ্দেশ্যে ক্রিকেট খেলা
ii. পেশাদার ক্রিকেটারের ক্রিকেট খেলা
iii. অর্থের বিনিময়ে ফুল বিক্রি
ভূমির মধ্য থেকে শ্রমিক তার শ্রম দিয়ে-
i. উৎপাদনকার্য সম্পাদন করে
ii. শ্রমিক উপার্জিত আয় সঞ্চয়ের মাধ্যমে মূলধনের সৃষ্টি করে
iii. উৎপাদনের উপাদান সৃষ্টি করে
একজন শ্রমিকের অভিজ্ঞতার দ্বারা-
i. অন্য শ্রমিকের কাজের পরিধি হ্রাস পায়
ii. অন্য শ্রমিকের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়
iii. অন্য শ্রমিক তার জ্ঞানের পরিধিকে পরিপূর্ণ করে
উদ্দীপকের আলোকে আমির আলী মধ্যস্থকারবারির যেসব বৈশিষ্ট্য ধারণ করেন তা হলো-
i. বাজার বিশ্লেষক
ii. ঝুঁকি বহন
iii. গুদামজাতকরণের সুবিধা