হজ মুসলমানদের কী শিক্ষা দেয়?
রওশন আরা এ বছর মক্কা শরিফে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। তিনি ইসলামের কোন রুকনটি পালন করেছেন?
জনাব শফি খান যথাযথ নিয়মে হজ পালন করে দেশে ফিরেছেন। এর মাধ্যমে তার কোনটি হবে?
সাধারণ মানুষ হাজিদের সম্মান করে কেন?
মাকবুল হজ বলতে কী বোঝ?
হজ অস্বীকারকারীকে কী বলে?
হজের ধর্মীয় গুরুত্ব হলো- i. আখিরাতে সাফল্য লাভii. ফরজ ইবাদতiii. ইসলামের বুনিয়াদনিচের কোনটি সঠিক?
হজের সামাজিক গুরুত্ব হলো- i. শৃঙ্খলার প্রশিক্ষণii. কর্মসংস্থানiii. সাম্যবাদী চেতনার উন্নয়ননিচের কোনটি সঠিক?
হজের আন্তর্জাতিক গুরুত্ব হলো- i. বিশ্ব মুসলিমের মহাসম্মেলনii. অর্থনৈতিক উন্নয়নiii. আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিনিচের কোনটি সঠিক?
সাওম শব্দের অর্থ কী?
আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের জন্য কোনটি অপরিহার্য?
কোন ব্যক্তির ইবাদত বেশি গ্রহণীয়?
সাওমের মূল শিক্ষা কোনটি?
কোন ইবাদাত বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে?
'হজ অর্থ কী?
‘হজ’ কী?
নির্দিষ্ট দিনসমূহে পবিত্র কাবা ও নির্ধারিত কয়েকটি স্থানে আল্লাহ ও রাসুলের নির্দেশিত অনুষ্ঠান পালন করাকে কী বলা হয়?
'আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা এমন মানুষের ওপর ফরজ করা হয়েছে যার ঐ পর্যন্ত পথ অতিক্রমের ক্ষমতা আছে'- এটি কোন সুরায় বলা হয়েছে?
'আল্লাহ তোমাদের ওপর হজ ফরজ করে দিয়েছেন। কাজেই তোমরা হজ পালন করো' এটি কোন গ্রন্থে আছে?
সামর্থ্যবান মুসলিমদের জীবনে কতবার হজ ফরজ?