মানুষ সৃষ্টির জন্য পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে কে মাটি সংগ্রহ করলেন?
আল্লাহর নিষ্ঠাবান বান্দাহ থেকে কে অভিশপ্ত শয়তানে পরিণত হলো ?
কাদের জান্নাতের সুখ ইবলিশকে হিংসার আগুনে পোড়াতে লাগল?
আল্লাহর প্রিয়পাত্র থেকে অভিশপ্ত শয়তানে পরিণত হওয়ার জন্য ইবলিশ কাকে দায়ী করল?
প্রাচীনকালে আমালিকা বংশ থেকে তাদের শাসক মনোনীত ব্যক্তির রাষ্ট্রীয় উপাধি কী হতো?
মুসা (আ) ফেরাউনের কাছে কাদের মুক্তি দাবি করেন?
পেছনে উন্মত্ত শত্রুসেনা, সামনে উত্তাল সাগর- কাদেরকে বিপদে ফেলে দিল?
আল্লাহর নির্দেশে মুসা (আ) কর্তৃক সাগরে লাঠি নিক্ষেপের ফলে সাগরের বুক চিরে কী বের হলো?
আল্লাহ তায়ালা আদম (আ)-এর শ্রেষ্ঠত্ব প্রমাণের ব্যবস্থা নিলেন-
i. মানুষের আকৃতি প্রদানের পরই
ii. বস্তুগত জ্ঞানলাভের পর
iii. বিষয়গত জ্ঞানলাভের পর
নিচের কোনটি সঠিক?
ফেরেশতাদের দলে থাকা জিনটির নাম কী?
জনাব আরমান পবিত্র কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে কোন বিষয়টির সাহায্য গ্রহণ করেন?
উদ্দীপকে উল্লিখিত মুসলিম মনীষীদের গবেষণার ফলে-। শরিয়তের বিধান পালন সহজ হয়েছেii. ইসলাম ধর্ম মানুষের নিকট সহজবোধ্য হয়েছেiii. মুসলমানদের মাঝে মতপার্থক্য হ্রাস পেয়েছেনিচের কোনটি সঠিক?
জনাব আলীর সমস্যা সমাধানে নিচের কোন গ্রন্থ কার্যকর ভূমিকা রাখতে পারে?
এ গ্রন্থটি অধ্যয়ন করলে জনাব আলী-i. শরিয়তসম্মত জীবনযাপন করতে সক্ষম হবেনii. রাসুল (স.)-এর আদর্শ অনুযায়ী চলতে পারবেনiii. আল্লাহর পরিচয় ও সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারবেন
কাদের সাহেব মুসলিম হিসেবে একজন মানুষের গ্রহণীয় ও বর্জনীয় বিষয় মেনে চলে জীবনযাপন করেন। এক্ষেত্রে তাকে কোন শাস্ত্র সাহায্য করছে?
মুসলিমদের ব্যাবহারিক জীবনের অন্তর্নিহিত ভিত্তি কী?
ফিকহশাস্ত্র কয়টি বিষয় নিয়ে আলোচনা করে?
ফিকহশাস্ত্র অধ্যয়নের মাধ্যমে জানা যায়- অনুধাবনi. আনুষ্ঠানিক ইবাদতের বিধান সম্পর্কেii আত্মশুদ্ধি অর্জনের উপায় সম্পর্কেiii. পারিবারিক আইন ও বিধান সম্পর্কে
রোপণকৃত শস্য কোনো মানুষ ভক্ষণ করলে কিসের সওয়াব পাওয়া যায়?
শরিয়তের বিধিবিধানের আলোচনা স্থান পায় কোন শাস্ত্রে?