‘হজ’ কী?
নির্দিষ্ট দিনসমূহে পবিত্র কাবা ও নির্ধারিত কয়েকটি স্থানে আল্লাহ ও রাসুলের নির্দেশিত অনুষ্ঠান পালন করাকে কী বলা হয়?
হজ কাদের ওপর ফরজ?
'আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা এমন মানুষের ওপর ফরজ করা হয়েছে যার ঐ পর্যন্ত পথ অতিক্রমের ক্ষমতা আছে'- এটি কোন সুরায় বলা হয়েছে?
'আল্লাহ তোমাদের ওপর হজ ফরজ করে দিয়েছেন। কাজেই তোমরা হজ পালন করো' এটি কোন গ্রন্থে আছে?
হজের মাস কোনটি?
মো. আরিফুর রহমান ১১ই জিলহজ কাবা শরিফ তাওয়াফ করেন। তিনি হজের কোন ফরজটি পালন করেছেন?
হজের মাধ্যমে নিচের কোনটি প্রকাশ পায়?
কোন ইবাদতের সময় উপস্থিত সবার একই পোশাক পরিধান করতে হয়?
হজের সময় সম্মিলিত কণ্ঠে কী বলা হয়?
সুলতান মাহমুদ হজ করতে গিয়ে ৯ই জিলহজ দিবাগত রাতে মুজদালিফা নামক স্থানে অবস্থান করেন। এর মাধ্যমে তিনি হজের কী পালন করেন?
হজের সময় কার উদ্দেশ্যে কংকর নিক্ষেপ করা হয়?
হজের সময় শয়তানের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে কয়টি করে পাথর নিক্ষেপ করা হয়?
বনি ইসরাইলকে অবনত মস্তকে কী বলতে বলতে জেরুজালেমে প্রবেশের পদ্ধতি শেখানো হয়?
বনি ইসরাইলের প্রতি আল্লাহ্র অনুগ্রহের অন্ত ছিল না। তাদেরকে তিনি-
i. শরিয়ত দিয়েছেন
ii. স্বাধীনতা দিয়েছেন
iii. দিয়েছেন বিভিন্ন নিয়ামত ও ক্ষমা
নিচের কোনটি সঠিক?
আল্লাহ্ নিয়ামতের শোকরিয়া আদায়ের জন্য জরুরি-
i. নতশিরে প্রার্থনা করা
ii. নিজের পছন্দের সবকিছু চাওয়া ও পাওয়া
iii. বিনীতভাবে প্রার্থনা করা
وَإِذْ نَجَّيْنَكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّنْ - رَّبِّكُمْ عَظِيمٌ বনি ইসরাইলের প্রতি ফেরাউনের নির্যাতনকে আয়াতে কী বলে আখ্যায়িত করা হয়েছে?
বনি ইসরাইলকে আল্লাহ্ তায়ালা মান্না ও সালওয়া কী করতে নিষেধ করেন?
মহামারী আকারে পুরো ইসরাইল জাতিকে আক্রমণ করে?
যার মধ্যে তাকওয়া রয়েছে তাকে কী বলে?