ফিকহশাস্ত্রের বিকাশে কোনটির গুরুত্ব অপরিসীম?
আব্দুর রহিম ফিকহশাস্ত্রের জ্ঞান অর্জন করেছে। তিনি কোন বিষয়টি সম্পর্কে জেনেছেন?
ফিকহশাস্ত্রের চর্চা ও অনুশীলন কীসের শামিল?
ইমাম বায়হাকি (র)-এর মতানুসারে, দীন ইসলামের খুঁটি কোনটি?
ইবাদত সম্পন্ন করার পদ্ধতি কীসে আছে?
এক হাজার আবিদের চেয়েও কে অধিক শক্তিশালী?
কুরআন-হাদিসে কোন ইবাদতের নির্দেশ আছে?
ফিকহশাস্ত্র কীসের প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়?
উল্লিখিত অবস্থায় হোসেন সাহেবের কাজটি কী বলে গণ্য হবে?
হোসেন সাহেব এ কাজের ফলে- i. হালাল-হারাম সম্পর্কে জানতে পারবেii আল্লাহর কল্যাণ লাভ করবেiii. হুকুম-আহকাম অনুশীলন করতে পারবেনিচের কোনটি সঠিক?
ফিকহশাস্ত্রের বিকাশের ফলে i. কুরআন-সুন্নাহর জ্ঞানের ব্যবহার বৃদ্ধি পেয়েছেii কুরআন-সুন্নাহ অপ্রয়োজনীয় হয়ে পড়েছেiii. মানুষের ব্যাবহারিক জীবনে ইসলামি বিধিবিধানের প্রয়োগ বৃদ্ধি পেয়েছে।নিচের কোনটি সঠিক?
ফিকহশাস্ত্র সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কারণ হলো- i. বিশ্বব্যাপী ইসলামের বিস্তৃতিii. নতুন সমাজ ও সভ্যতার সংস্পর্শে ইসলামiii. নতুন নতুন সমস্যার উদ্ভবনিচের কোনটি সঠিক?
শরিয়তের বিধানাবলির বিশ্লেষণ অনিবার্য হয়ে পড়ে- i. কুরআন নাজিলের সমাপ্তির পরii রাসুলুল্লাহ (স)-এর ইন্তিকালের পরiii. সাহাবিদের ইন্তিকালের পরনিচের কোনটি সঠিক?
ফিকহশাস্ত্রের মাধ্যমে সর্বসাধারণের জন্য উপযোগী হয়-i. কুরআনের বিধান ii হাদিসের বিধানiii. বাইবেলের বিধাননিচের কোনটি সঠিক?
জনাব রফিক সাহেব ইসলামের নানা বিষয়ে গবেষণা করেন। তাকে কী বলা হয়?
ফিকহশাস্ত্রের প্রবর্তক কে?
'শয়তানের কাছে হাজার আবিদের চেয়েও একজন ফকিহ বেশি শক্তিশালী'- উক্তিটি কার?
যে গ্রন্থে ফিকহ শাস্ত্রের রীতিতে বিষয়বস্তু অনুসারে হাদিস সাজানো হয় তাকে কী বলা হয়?
ইসলামে চিন্তাশীল মানুষের জন্য কীসের সুযোগ রয়েছে?
'তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দীনকে ধারণ করো'-এটি কার বাণী?