যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?
BCD কোড ব্যবহূত হয় যে কাজে-
i. জটিল হিসাব-নিকাশে'।
ii. কম্পিউটারের BIOS এর তারিখ সংরক্ষণে
iii. বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে নম্বর প্রদর্শনে
নিচের কোনটি সঠিক?
F এর মান কত?
F = AB . BC এর সরলীকৃত মান কোনটি?
F = RS + RS সমীকরণটির কোন গেইট নির্দেশ করে?
NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন-
i. যেকোনো একটি আউটপুট ০ (শূন্য)
ii. সবগুলো ইনপুট 1
iii. যেকোনো একটি ইনপুট 1
কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?
A বর্তনীটি কোথায় যুক্ত থাকে?
বুলিয়ান উপপাদ্যের নিয়ম অনুযায়ী-
i. A+BC= (A+B)(A+C)
ii. A+A=1
iii. A.B=A+B
F = (A+B) + C সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?
হাফ অ্যাডারের ক্যারি (C) আউটপুটের সরলীকৃত বুলিয়ান ফাংশন-
(- 293)10 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন?
কম্পিউটারে ব্যবহৃত হয় এমন একটি বর্তনী যার ইনপুট লাইন ৩ এবং আউটপুট লাইন ৮। উক্ত বর্তনীটি কোন ডিভাইসের সাথে যুক্ত থাকে?
রেজিস্টার কি দিয়ে তৈরি করা হয়?
কোন ডিজিটাল বর্তনী সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে?
গতি বেশি কিন্তু ধারণক্ষমতা কম; এ রকম মেমোরি হলো-