প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে-
i. গতি 3G এর তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পায়
ii. এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে
iii. এর মাধ্যমে 4K TV বা Video দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Wi-Max কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?
মাইক্রোওয়েভ হলো এক ধরনের-
ব্লুটুথ নেটওয়ার্কটির বৈশিষ্ট্য হলো-
i. এটি ল্যান নেটওয়ার্ক
ii. এটি প্যান নেটওয়ার্ক
iii. এটির ব্যাপ্তি ৩ - ১০ মিটার হয়ে থাকে
উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?
সিহাবের কম্পিউটার ট্রেনিং সেন্টারের কম্পিউটার নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্ক?
WAN মূলত একটি-
মডেমের কাজ হলো-
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ
নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কী বলে?
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
ওয়ার্কস্টেশন কী?
চিত্র-১ টপোলোজির নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলোজি গঠন করা যাবে?
নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়-
i. সক্রিয় হাব
ii. নিষ্ক্রিয় হাব
iii. সুইচ
ক্লাউড কম্পিউটারের কোনটি খুব বেশি প্রয়োজন হয় না?
বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইস কোনটি?
স্যুইচের সুবিধা-
i. শুধমাত্র টার্গেট পোর্টে সংকেত পাঠ্যয়
ii. ডেটা কলিশনের সম্ভাবনা কমায়
iii. ডেটা ফিল্টারিং করা সম্ভব
উদ্দীপকে সার্ভিসটির নাম কী?
স্টার টপোলজিতে একটি কম্পিউটারের সাথে অন্যটির সংযোগ করা হয় কোন ডিভাইসের মাধ্যমে?
Amazon, Microsoft এবং Google তাদের অবকাঠামো স্থাপন ও 'পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে?
'ক' সংখ্যা পদ্ধতি কোনটি?