NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন-
i. যেকোনো একটি আউটপুট ০ (শূন্য)
ii. সবগুলো ইনপুট 1
iii. যেকোনো একটি ইনপুট 1
নিচের কোনটি সঠিক?
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে?