কত বছরের জন্য জার্মানির রাইনল্যান্ড মিত্রপক্ষের দখলে চলে যায়?
লুক্সেমবার্গের নেতৃত্বে স্পার্টাসিস্ট দল বার্লিন অবরোধ করে কত সালে?
জার্মানিতে ওয়েমার সংবিধান প্রণীত হয় কত সালে?
ওয়েমার সংবিধান অনুযায়ী জার্মানির আইনসভা কেমন ছিল?
ওয়েমার সংবিধানে একটি ফেডারেশনে রূপান্তরিত করা হয়-
জার্মানি ওয়ার্কাস পার্টির নতুন নাম কী?
জার্মান নৌ-সেনারা বার্লিন দখল করে কত সালে?
গুস্টাফ স্ট্রাসম্যান নিহত হন কত সালে?
১৯৩২ সালের নির্বাচনে আইনসভায় নাৎসিদল কতটি আসন লাভ করে?
১৯১৪ সালে অনুষ্ঠিত প্যারিস শান্তি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের প্রতি ক্ষোভের ফলে জার্মানিতে উত্থান ঘটে-
i. ফ্যাসিবাদের
ii. উগ্র জাতীয়তাবাদের
iii. নিহিলিজমের
নিচের কোনটি সঠিক?
১৯১৯ সালে স্পার্টাসিস্ট দল বার্লিন অবরোধ করে-
i. অ্যাঞ্জেলসের নেতৃত্বে
ii. রোজা লুক্সেমবার্গের নেতৃত্বে
iii. স্ট্যালিনের নেতৃত্বে
ওয়েমার প্রজাতন্ত্রের সংবিধানের অন্তর্ভুক্ত ছিল-
i. বাকস্বাধীনতা
ii. ট্রেড ইউনিয়ন করার অধিকার
iii. ধর্মীয় অধিকার রক্ষার স্বাধীনতা
ওয়েমার প্রজাতন্ত্রের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয় কাইজার আমলের-
i. শিল্পপতিশ্রেণি
ii. কৃষকশ্রেণি
iii. সামরিক ব্যক্তিবর্গ
নাৎসিবাদ শব্দটি কোন ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?
হিটলার লিখিত 'Mein Kampf প্রশ্নের প্রধান উপজীব্য কী?
হিটলার কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন?
Mein Kampf এর রচয়িতা কে?
হিটলারের দলের নাম কী?
নাৎসিদলের জনপ্রিয়তা কারণ কী?
ইউরোপের জাতিগুলোর নিকট উগ্র জাতীয়তাবাদ কীসের প্রতীকে পরিণত হয়?