হিটলার জনপ্রিয় হবার কারণ-
1. ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলি
ii. জার্মানির দুরাবস্থা
iii. হিটলারের বাগ্মিতা
নিচের কোনটি সঠিক?
১৯২০ সালে হিটলারের নাৎসি পার্টির কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল-
i. বেকারদের কর্মসংস্থান করা
ii. ভূস্বামীদের স্বার্থ রক্ষা
iii. মুনাফাখোরদের উচ্ছেদ করা
হিটলার ও তার নাৎসি দল যে সব কারণে আগ্রাসী নীতি গ্রহণ করে সেগুলো হলো-
i. ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলি
ii. জার্মানিকে পূর্ব মর্যাদায় প্রতিষ্ঠা করা
iii. পার্লামেন্টের সর্বসম্মত সিদ্ধান্ত
কোন পেশার মাধ্যমে মুসোলিনী তার কর্মজীবন শুরু করেন?
'Fascio' কোন ভাষার শব্দ?
Fascism শব্দটির উদ্ভব হয় কোনটি থেকে?
ফ্যাসিবাদ হলো-
ফ্যাসিবাদের মূলমন্ত্র কী
মুসোলিনী কারাগার থেকে মুক্তি পান কত সালে?
'আভান্তি' পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ফ্যাসিজম-এর প্রবর্তক কে?
মুসোলিনী কত সালে জন্মগ্রহণ করেন?
মুসোলিনী কোথায় জন্মগ্রহণ করেন?
মুসোলিনী ভাগ্যান্বেষণে কোন দেশে গমন করেন?
১৯১২ সালে মুসোলিনী কোন ধরনের আদর্শভিত্তিক পত্রিকা সম্পাদন করেন?
১৯২০-এর দশকে কোথায় ফ্যাসিবাদের উত্থান ঘটে?
ইতালিতে কার নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে?
ইতালিতে উগ্র জাতীয়তাবাদের জাগরণ ঘটে কেন?
ফ্যাসিবাদ বলতে বুঝায়-
i. সকল বিরোধী মত নির্মূল করা
ii. উগ্র জাতীয়তাবাদ
iii. পরমত সহিষ্ণু
ফ্যাসিবাদী কর্মসূচির উদ্দেশ্য হলো-
i. শ্রমিকের কল্যাণে
ii. সম্পদশালীদের ওপর কর নির্ধারণ
iii. বুর্জোয়াদের মূল্যায়ন