প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিবাক্য বা বচনের সত্যিক মান শক্তি কত?
একটি অপেক্ষকের অঙ্গ বর্ণ ২টি হলে স্তম্ভ সংখ্যা কয়টি হবে?
ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে অন্যকিছুর চিহ্ন হিসাবে ব্যবহার করাকে বলে-
i. সংকেত
ii. প্রতীক
iii. সারণি
নিচের কোনটি সঠিক?
যখন একটি বিষয় অন্য কোনো বিষয়ের নির্দেশ হিসাবে বিশেষ অর্থ বহন করে তখন তাকে বলে-
i. প্রতীক
ii. সংকেত
iii. চিহ্ন
প্রতীকী যুক্তিবিদ্যায় ধ্রুবক প্রতীক হচ্ছে-
i. উপাদান জ্ঞাপক প্রতীক
ii. গ্রাহক প্রতীক
iii. আকার জ্ঞাপক প্রতীক
যে বচন বা বাক্যে 'এবং' শব্দ ব্যবহার করে একাধিক বক্তব্য প্রকাশিত হয় তাকে বলে-
i. সংযোজক বাক্য
ii. যৌগিক বাক্য
iii. সরল বাক্য
প্রাকল্পিক ও বৈকল্পিক যোজকের প্রতীকের নাম হলো-
i. ফলা প্রতীক
ii. ঢেউ প্রতীক
iii. নাল প্রতীক
প্রাকল্পিক ও সমমানিক বাক্যের যোজক হচ্ছে-
i. ⊃
ii. ≡
iii. ~
p ⊃ q বচনের সত্য সারণি উভয় অঙ্গ বচন F এবং TF হলে চূড়ান্ত স্তম্ভটি হবে যথাক্রমে-
i. F
ii. TF
iii. T
p = q এবং p v q বচন দুটির সত্য সারণির উভয় অঙ্গ বচন F হলে চূড়ান্ত স্তম্ভটি হবে যথাক্রমে-
i. T
ii. F
iii. T F
চের কোনটি সঠিক?
যদি তুমি পড়াশুনা কর, তবে তুমি পাস করবে। এটি কোন বাক্য?
লোকটি হয় সৎ, না হয় নির্বোধ। এটি কোন বাক্য?
সেলিম মেধাবী এবং জামিল মূর্খ। এটি কোন বাক্যে?
এটা সত্য নয় যে সাদেক পরিশ্রমী। এটা কোন বাক্য?
যুক্তি বৈধ হতে পারে-
i. আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হলে
ii. আশ্রয়বাক্য মিথ্যা হয়ে সিদ্ধান্ত সত্য হলে
iii. যুক্তির সবগুলো বাক্য মিথ্যা হলে
স্কুল খোলা থাকলে অবশ্যই স্কুলে যেতে হবে। কিন্তু সেলিমের আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না। উপরের উদ্দীপকে তিনটি বাক্য রয়েছে। এগুলো হলো-
কোনটি সংযৌগিক বাক্যের যোজক নয়?
কোনটি বৈকল্পিক বাক্যের প্রতীকী রূপ?
p≡q এর ক্ষেত্রে মূল বচন মিথ্যা হবে-
i. দুটি উপাদান বচন সত্য হলে
ii. দুটি উপাদান বচন মিথ্যা হলে
iii. একটি উপাদান বচন সত্য ও একটি উপাদান বচন মিথ্যা হলে
উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্য-?
i. বিপদ সংকেতের পূর্বাভাস
ii. আবহাওয়ার পূর্বাভাস
iii. নিরাপদ অবস্থানে যাওয়ার সংকেত