ইংরেজি 'Computer' শব্দের বাংলা অর্থ কী?
কম্পিউটার যন্ত্রের জনক' বলা হয় কাকে?
ইংরেজি 'education' শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
কোন শব্দটি 'education' শব্দের উৎস?
"যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের সারসত্তা"- এ উক্তিটি কার?
"ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার নৈতিক মানদন্ড মেনে চলাই ব্যবসায় নৈতিকতা বলে।"- এটি কার উক্তি?
এ বিশ্বজগতের তত্ত্ব ও অবভাস, আন্তরসত্তা ও বাহ্যরূপ এবং সুন্দর ও কল্যাণের সত্য রূপের যৌক্তিক ব্যাখ্যাই হলো-
i. যুক্তিবিদ্যা
ii. দর্শন
iii. নীতিবিদ্যা
নিচের কোনটি সঠিক?
সাক্ষ্য-প্রমাণ ও বিচারমূলক বিশ্লেষণ এবং সত্য অর্জনের জন্য যে মৌলিক পদ্ধতি তাই হলো-
i. পেশায়ন
ii. যুক্তিবিদ্যা
iii. দর্শন
নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা হলো-
i. মানুষের ঐচ্ছিক আচরণের বিচার-বিশ্লেষণ
ii. মানুষের সব ধরনের আচরণ
iii. মানুষের সত্যান্বেষণের আচরণ
নীতিবিদ্যার মতো যুক্তিবিদ্যা হলো-
i. বস্তুনিষ্ঠ বিজ্ঞান
ii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. তত্ত্বনিষ্ঠ বিজ্ঞান
যুক্তিবিদ্যা ও কম্পিউটার উভয়ই হলো-
i. ব্যবহারিক
ii. যান্ত্রিক
iii. তাত্ত্বিক
ব্যবসায় নীতির উদ্দেশ্য থাকে-
i. ব্যবসাকে যৌক্তিক ভিত্তির উপর দাঁড় করানো
ii. ব্যবসাকে নৈতিক চেতনার দ্বারা বিকশিত করা
iii. ব্যবসায় সর্বমুখী কৌশল অবলম্বন করে মুনাফা অর্জন করা
দর্শনের যুক্তিসমূহ যুক্তিবিদ্যার নিয়মাবলির সাথে-
যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতাকে-
নীতিবিদ্যার আদর্শ হচ্ছে-
নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে-
নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের ______ সম্পর্কিত বিজ্ঞান।
দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ অতিক্রম করে _________ সত্তার জগতে প্রবেশ করে-
যুক্তিবিদ্যা একটি মার্জিত ---- ব্যায়াম
গণিতের আলোচ্য বিষয় কী?
i. সংখ্যা
ii. পরিমাণ
iii. যুক্তি