কে প্রতীক ব্যবহারের প্রাথমিক প্রচলন শুরু করেন?
প্রতীক প্রধানত কয় প্রকার?
প্রতীকের বৈশিষ্ট্য হলো-?
i. এক ধরনের চিহ্ন বা সংকেত
ii. কোনো কিছুর পরিবর্তে ব্যবহৃত হয়
iii. একটি কৃত্রিম বিষয়
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা রয়েছে?
i. ভাষার দোষত্রুটি এড়ানোর ক্ষেত্রে
ii. যুক্তির আকার নির্ধারণের ক্ষেত্রে
iii. সময়ের অপচয় রোধ করার ক্ষেত্রে
একটি জাহাজে উড়ানো পতাকা কী হিসাবে ব্যবহৃত হয়?
প্রতীক প্রধানত কয় ভাগে বিভক্ত?
প্রতীকী যুক্তিবিদ্যায় বৈশাখ মাসে আকাশে কালো মেঘের ঘনঘটাকে কী বলা হয়?
সত্যতা কিসের গুণ?
বৈধতা কিসের গুণ?
প্রতীক একটি যুক্তির কী নির্ধারণ করে?
কোন প্রতীককে যুক্তিবিদ্যায় প্রতীক হিসাবে ব্যবহার করা হয়?
কোনো যুক্তিবাক্যের আকারটি ব্যক্ত করার জন্য যে প্রতীকের অর্থ অপরিবর্তিত রেখে সর্বদা ব্যবহার করা হয় তার নাম কী?
'ব্যবসায় নীতিবিদ্যা' নীতিবিদ্যার কোন শাখায় আলোচনা করা হয়?
সাম্প্রতিককালে প্রায়োগিক নীতিবিদ্যার নতুন ধারা হিসেবে যাত্রা শুরু করে-
i. ব্যবসায় নীতিবিদ্যা
ii. জীব নীতিবিদ্যা
iii. পেশাগত নীতিবিদ্যা
'বিজ্ঞাপনে নারীর স্থান কোথায়,' 'ব্যবসায় মুনাফা বৃদ্ধির কৌশল খ কী হওয়া উচিত' প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখে-
i. তাত্ত্বিক জ্ঞান
ii, নৈতিক যুক্তি
iii. ব্যবহারিক প্রয়োগ
যুক্তি প্রয়োগের সঙ্গে সংশ্লিষ্ট-
i. বাস্তব বিষয়
ii. নৈতিক ভিত্তি
iii. তাত্ত্বিক জ্ঞান
ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য নীতিবিদ্যার কোন শাখা আলোচনা করে?
ইমান্যুয়েল কান্টকে কোন ধরনের দার্শনিক বলা হয়?
'কর্তব্যের জন্য কর্তব্য'- উক্ত নীতিবাক্যটি কে বলেছেন?
প্রায়োগিক নীতিবিদ্যার বিকাশ ঘটে কখন?