আকারগত সত্যতাই যে অনুমানের প্রধান লক্ষ্য- i. অবরোহii. আরোহiii. মাধ্যমনিচের কোনটি সঠিক?
অবরোহানুমানের ক্ষেত্রে কিসের ব্যাপকতা বেশি?
সহানুমানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রথম আকারে মধ্যপদ
ii. প্রধান আশ্রয়বাক্যে উদ্দেশ্য
iii. অপ্রধান আশ্রয়বাক্যে বিধেয়
নিচের কোনটি সঠিক?
A বাক্যের প্রতিবর্তিত রূপকে বলে-
অমাধ্যম অনুমান কত প্রকার ?
ইংরেজি 'Inductive' শব্দের অর্থ কী?
আরোহ অনুমানের লক্ষণীয় বিষয় হলো- i. আশ্রয়বাক্যগুলোর বাস্তবতা পরীক্ষা করা হয়ii. জাগতিক বস্তু সম্পর্কে সংগতিপূর্ণ সিন্ধান্ত টানা হয়iii. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়নিচের কোনটি সঠিক?
সার্বিক আশ্রয়বাক্য কোন অনুমানে প্রতীয়মান?
অতএব, ভারতে অধিকাংশ পুরুষই মাতৃভক্ত- এই ধরনের সিদ্ধান্তকে বলা হয়- i. অবরোহ অনুমানii. আরোহ অনুমানiii. প্রকৃত অনুমাননিচের কোনটি সঠিক?
বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের অপ্রধান আশ্রয়বাক্য-
কোন বাক্যের আবর্তন হয় না?
প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘনে উদ্ভব ঘটে-
i. পূর্বগ স্বীকারজনিত অনুপপত্তি
ii. পূর্বগ অস্বীকারজনিত অনুপপত্তি
iii. অনুগ স্বীকারজনিত অনুপপত্তি
iv. অনুগ অস্বীকারজনিত অনুপপত্তি
বৈজ্ঞানিক রাহুল সরকার প্রথমে তার গবেষণার বিষয়ের একটি সংজ্ঞা প্রদান করেন। এর অন্যতম উদ্দেশ্য কোনটি?
এদের মধ্যে কোন পদের সংজ্ঞা দেওয়া যায় না-
যৌক্তিক সংজ্ঞায় কোন জিনিসটির উল্লেখ থাকা আবশ্যক?
সংজ্ঞার নিয়মগুলো মেনে চলতে হয় কেন?
যুক্তিবিদ্যার কেন্দ্রীয় বিষয় কোনটি?
কারণের পরিমাণগত বৈশিষ্ট্য-২টি বৈজ্ঞানিক নীতির ওপর প্রতিষ্ঠিত, তা হলো-
i. বস্তুর নিত্যতা নীতি
ii. শক্তির নিত্যতা নীতি
iii. কার্যকারণ নীতি
বহুকারণবাদ অনুসারে মৃত্যুর কারণ হতে পারে-
i. দুর্ঘটনা
ii. বার্ধক্য
iii. রোগ
আরভিং এম কপি সংজ্ঞার প্রাসঙ্গিকতার কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?