আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের সাথে পদের কোন ধরনের সম্বন্ধ বিদ্যমান?
"শিশুরা হচ্ছে জাতির মেরুদন্ড।"- উদাহরণটিতে অনুপপত্তি সৃষ্টির কারণ কী?
সহানুমানের মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হলে যথাক্রমে তা হবে-
i. প্রথম সংস্থান
ii. দ্বিতীয় সংস্থান
iii. তৃতীয় সংস্থান
নিচের কোনটি সঠিক?
অমাধ্যম অনুমান এক প্রকার-
i. আরোহ অনুমান
ii. অবরোহ অনুমান
iii. বস্তুগত অনুমান
DISAMIS কোন আকারের বৈধ মূর্তি?
"মানুষ হয় মনুষ্যজাতীয় প্রাণী।"- সংজ্ঞাটিকে চক্রক সংজ্ঞা বলার কারণ কী?
যে অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে কোন অনুমানে সংজ্ঞায়িত করা হয়?
বিশিষ্ট গুণবাচক পদ বলতে কোনটিকে বোঝায়?
শিক্ষক ছাত্রদের উদ্দেশে বলেন, "ভাষা একটি জটিল প্রক্রিয়া, যা মানুষ আয়ত্ত করে যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে।" উক্তিটির সাথে কার কথার মিল রয়েছে?
যে অনুমানে সত্যমানকে অপরিবর্তিত রেখে একটি আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের পারস্পরিক স্থান পরিবর্তন করে নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছা হয় তাকে কী বলে?
আবর্তন ছক অনুসারে 1-যুক্তিবাক্য আশ্রয়বাক্য হলে সিদ্ধান্ত কী হবে?
যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে কী বলা হয়?
গবেষক নাথান কোনো পদের জাত্যর্থ দ্বারা সংজ্ঞা প্রদানের কৌশলটি প্রবর্তন করেন। উক্ত কৌশলটির ক্ষেত্রে সমর্থনযোগ্য নয় কোনটি?
শ্রীকান্ত একজন বুদ্ধিবৃত্তিসম্পন্ন ব্যক্তি। উক্ত বাক্যে শ্রীকান্তের কোন দিক পরিলক্ষিত হয়েছে?
E-বাক্যকে আবর্তন করলে পাওয়া যায়- i. সদর্থক যুক্তিবাক্য
ii. নঞর্থক যুক্তিবাক্য
iii. E-যুক্তিবাক্য
০- বাক্যকে আবর্তন করা যায় না। কারণ-
i. এটি বিশেষ নঞর্থক বাক্য
ii. আবর্তন কালে ৪র্থ নিয়ম লঙ্ঘিত হবে
iii. O- বাক্য বিশেষ সমর্থক বাক্য
তাসনিম একজন বুদ্ধিবৃত্তিসম্পন্ন চিন্তাশীল প্রাণী।- এখানে 'চিন্তাশীল' পদটি দ্বারা কোন গুণকে সমর্থন করে?
নাসিমাকে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের সম্পর্ক বিষয়ে বলতে বলা হলে সে বলে, সংজ্ঞেয়ের ব্যক্তর্থের চেয়ে সংজ্ঞার্থের ব্যস্তুর্থ কম থাকে। এখানে কোন অনুপপত্তির প্রয়োগ ঘটেছে?
শব্দের সঞ্চয় বৃদ্ধির জন্য কোনটি অধিক উপযোগী?
সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্ত্যর্থের সম্পর্কের ক্ষেত্রে কোন রূপটি গ্রহণযোগ্য ?