A বাক্যকে আবর্তন করলে কোনটি পাওয়া যায়?
সহানুমানের বৈশিষ্ট্য হলো-
i. দুটি আশ্রয়বাক্য থাকে
ii. তিনটি পদ থাকে
iii. প্রতিটি পদ একবার ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো-
i. সতাকে অনুসন্ধান করা
ii. মিথ্যাকে পরিহার হরা
iii. বুদ্ধিবৃত্তিক উন্নয়নে সহায়তা করা
পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্বন্ধ কীভাবে হ্রাস-বৃদ্ধি পায়
উদ্দীপকের ধারণাটি খণ্ডনের উপায়-
i. কার্যের সার্বিকীকরণ
ii. কার্যের বিশেষ প্রকৃতি নির্ণয়
iii. কারণের সংজ্ঞা নির্ণয়
একটি পদ যে সকল বস্ত বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয়, সে সকল বস্তু বা ব্যক্তির সমষ্টিকে কী বলা হয়?
জাত্যর্থ হলো কোনো পদের-
i. মৌলিক গুণ
ii. অপরিহার্য গুণ
iii. অনিবার্য গুণ
যদি কোনো পদের ব্যক্ত্যর্থ কমে তাহলে তার জাত্যর্থ-
i. বৃদ্ধি পায়
ii. বাড়ে
iii. কমে
'জীব' পদের জাত্যর্থ কয়টি?
"নামবাচক পদগুলো জাত্যর্থক"- মতামতটি সমর্থন করেন-
i. ব্রাডলি
ii. মিল
iii. জেভন্স
একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দসমষ্টিকে কী বলা হয়?
যে পদ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত তাকে কোন পদ বলা হয়?
'গ্রন্থাগার'- পদটি কোন পদকে নির্দেশ করে?
যে পদ দ্বারা কোনো গুণ বা গুণাবলির উপস্থিতি বোঝায়, তাকে কী পদ বলে সংজ্ঞায়িত করা যায়?
যে পদের ব্য্যর্থ এবং জাত্যর্থ উভয়ই আছে তাকে কী পদ বলে ?
গুণ ও পরিমাণ সবসময় সুস্পষ্টভাবে ব্যক্ত করতে হয় কোথায়?
দুটি ধারণা চিন্তায় প্রকাশ করলে তাকে কী বলা হয়?
"যুক্তিবাক্য হচ্ছে এমন একটি সম্পূর্ণ বিবৃতি যা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে।"-যুক্তিবাক্য সম্পর্কে কে এই উক্তিটি করেছেন?
সংযোজক মূলত-
i. একটি পদ
ii. উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ সাধন করে
iii. যুক্তিবাক্যের একটি অপরিহার্য অংশ
যে যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য পদ, বিধেয় পদ, বিবৃতি থাকে তাকে কী যুক্তিবাক্য বলে?