একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দসমষ্টিকে কী বলা হয়?
যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মানুষ শ্রেণিকে একই সাথে 'শিক্ষা' ও 'সততা'- এ দুটি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করলে-
i. সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে
ii. নিয়মের লঙ্ঘন ঘটবে
iii. দ্বিকোটিক বিভাগের উদ্ভদ্ধ ঘটবে
নিচের কোনটি সঠিক?
কে মনে করেন আরোহকে সম্ভাবনার উপর নির্ভর করতে হয়?
বিশ্বাস সবসময় মানসিক ব্যাপার বলে প্রতীয়মান হয় যে কারণে-
i. আশা-আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল
ii. মেজাজের উপর নির্ভরশীল
iii. ভয়-ভীতির উপর নির্ভরশীল
যুক্তিবিদ্যার সাথে জ্ঞানের কোন শাখার সাদৃশ্য রয়েছে?
লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো-
i. অন্ধবিশ্বাস
ii. কুসংস্কার
iii. অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস