যুক্তিবিদ মিল 'ক' আবিষ্কারের পাঁচটি পদ্ধতির কথা বলেছেন আর বেকন বলেছেন তিনটি পদ্ধতির কথা। এখানে 'ক' এর স্থলে কী বসবে?
যুক্তিবিদ মিল কারণ আবিষ্কারের যে পাঁচটি পদ্ধতি রচনা করেন সেগুলো আরোহ যুক্তিবিদ্যার একটি পদ্ধতি। এখানে একটি পদ্ধতি বলতে কোন পদ্ধতির কথা বলা হয়েছে?
যুক্তিবিদ মিল ও বেইন পরীক্ষণমূলক পদ্ধতিগুলোকে 'ক' এর পদ্ধতি বলে অভিহিত করেছেন। এখানে 'ক' কী?
যুক্তিবিদ মিল পরীক্ষণাত্মক পদ্ধতিকে 'ক' পদ্ধতি বলেছেন। এখানে 'ক' কোনটিকে নির্দেশ করে?
তিনজন যুক্তিবিদ পাঁচটি পরীক্ষণাত্মক পদ্ধতির মধ্যে একটিকে মৌলিক পদ্ধতি বলেছেন। এ তিনজন যুক্তিবিদ হলেন কারা?
যুক্তিবিদ ব্যাডলি, ওয়ালটন ও কার্ডেথ রিড মিল এর পদ্ধতি পাঁচটির মধ্যে যেটিকে মৌলিক পদ্ধতি বলেছেন সেটি কী?
যুক্তিবিদ মিল এর পরীক্ষণাত্মক পদ্ধতির ক্ষেত্রে 'পরীক্ষণ' কথাটি যে অর্থে ব্যবহার করলে কোনো ভ্রান্তির অবকাশ থাকে না তা কী?
যুক্তিবিদ মিল ও বেইন পরীক্ষণাত্মক পাঁচটি পদ্ধতিকে কোনো নামে ডাকেন?
যুক্তিবিদ 'ক' ও 'খ' মনে করেন, পরীক্ষণমূলক পদ্ধতিগুলো কার্যকারণ সম্পর্ক প্রমাণের পদ্ধতি নয়। এমনকি আবিষ্কারের পদ্ধতিও নয়; বরং অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন এসব পদ্ধতির প্রধান কাজ। এখানে 'ক' ও 'খ' কাদের নির্দেশ করছে?
রিপন ও শিপনের মতে, ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা পরীক্ষণাত্মক পদ্ধতিগুলোর সাহায্যে আমাদের নিরীক্ষণ ও পরীক্ষণ থেকে প্রয়োজনীয় ঘটনাবলি বাদ দিতে বা অপনয়ন করতে সক্ষম হই। এখানে রিপন ও শিপন কাদের নির্দেশ করছে?
কার্যকারণ নিয়মানুসারে প্রতিটি' ঘটনারই একটি 'ক' আছে। 'ক' ছাড়া কোনো কিছুই ঘটে না। এখানে 'ক' বলতে কী বোঝানো হয়েছে?
কারণ হচ্ছে কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় 'ক' ও 'খ' শর্তের সমষ্টি। এখানে 'ক' ও 'খ' কী?
কার্যকারণ নিয়ম ও 'ক' পদ্ধতি খুবই ঘনিষ্ঠ যোগসূত্রে আবদ্ধ। এদের একটি ছাড়া অপরটির প্রয়োগ যথার্থ ও কার্যকরী হয় না। এখানে 'ক' কী?
ব্যাপক অর্থে ঘটনাবলির অনাবশ্যক ও অবান্তর বিষয়কে পর্যবেক্ষণ থেকে বাদ দেওয়াকে বলা হয় কী?
কারণের অনুপস্থিতি 'ক' এর অনুপস্থিতি। এখানে 'ক' কী নির্দেশ করে?
যোসেফ এর মতে, যা একটি ভিন্ন ঘটনার কারণ বলে পরিচিত, তা কখনোই আলোচ্য ঘটনার 'ক' হতে পারে না। এখানে 'ক' কী নির্দেশক-
যুক্তিবিদ জে. এস. মিল যে পাঁচটি পরীক্ষণাত্মক পদ্ধতির কথা উল্লেখ করেছেন, তার মধ্যে প্রথমটি হলো 'ক' পদ্ধতি। এখানে 'ক' কী?
পরীক্ষণের চেয়ে সহজ-সরল পদ্ধতি হচ্ছে 'ক'। এখানে 'ক' কী?
ব্যতিরেকী পদ্ধতি প্রত্যক্ষ অভিজ্ঞতার সাহায্যে কী প্রমাণ করতে পারে?