সহানুমান কোন ধরনের অনুমান?
অবরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা হয়?
অমাধ্যম অনুমানের অপর নাম কোনটি?
প্রতিবর্তনে আশ্রয়বাক্য যদি 'A' হয় তবে সিদ্ধান্ত হবে-
'সকল কবি মানুষ'- বাক্যটির যৌক্তিক আকার হবে কোনটি?
প্রতিবর্তনীয়ের 'সকল মানুষ হয় মরণশীল' বাক্যটির প্রতিবর্তিত রূপ কোনটি?
E-যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে-
আবর্তিত প্রতিবর্তন কয়টি নিয়ম মেনে চলে?
সহানুমান' সম্পর্কিত ধারণার প্রতিবর্তন করেন কে?
মিশ্র সহানুমানকে কত ভাগে ভাগ করা যায়?
সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে কী বলা হয়?
প্রত্যেকটি সহানুমানে থাকে-
i. প্রধান পদ
ii. অপ্রধান পদ
iii. মধ্যপদ
নিচের কোনটি সঠিক?
প্রথম সংস্থানে মধ্যপদ-
i. প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যে বসে
ii. অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয়ে বসে
iii. প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্যে বসে
অমাধ্যম অনুমানে-
i.. একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়
ii. সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হতে পারে না
iii. সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতার ওপর নির্ভর করে
সহানুমানের মৌলিক দিক হলো-
ⅰ. সহানুমানের দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়
ii. সহানুমানে তিনটি পদ থাকে
iii. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হতে পারে না
আবর্তন কী ধরনের পরিবর্তন বোঝায়?
যুদ্ধ হয় অমঙ্গলজনক। -এ বাক্যটি কী ধরনের প্রতিবর্তন?
অনুমান প্রধানত দুই প্রকার। যথা- i. অবরোহii. আরোহiii. বৈজ্ঞানিকনিচের কোনটি সঠিক?
অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- i. মাধ্যম অনুমানii. ন্যায় অনুমানiii. অমাধ্যম অনুমাননিচের কোনটি সঠিক?
আরোহ অনুমানের গতির প্রকৃতি কিরূপ?