অবরোহানুমানের ক্ষেত্রে বলা যায়- i. আশ্রয়বাক্যর ব্যাপকতা বেশিii. সিদ্ধান্তের ব্যাপকতা বেশিiii. সিদ্ধান্তের ব্যাপকতা কমনিচের কোনটি সঠিক?
অবরোহ অনুমানের অন্যতম বৈশিষ্ট্য হলো- i. অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়ii. অবরোহানুমানের আশ্রয়বাকাকে সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হয়iii. অবরোহ অনুমান আশ্রয়বাকার সত্যমান নিয়ে চিন্তা করে নানিচের কোনটি সঠিক?
অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য অপেক্ষা i. বৃহত্তর
ii. ক্ষুদ্রতম iii. বেশি গ্রহণযোগ্যনিচের কোনটি সঠিক?
'অতএব, এখন বর্ষাকাল'- উক্তিটি সিদ্ধান্ত হলে অনুমানটি হবে- i. আরোহii. অবরোহiii. প্রকৃতনিচের কোনটি সঠিক?
আরোহ অনুমানের লক্ষ্য হলো- i. আকারগত সত্যতাii. বস্তুগত সত্যতাiii. যুক্তির বৈধতানিচের কোনটি সঠিক?
আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় ধরনের সত্যতার দিকে নিয়োজিত। কারণ হলো- i. আশ্রয়বাক্যগুলো অভিজ্ঞতালব্ধ বিশিষ্ট ঘটনার পর্যবেক্ষণ ও নীরীক্ষণের ওপর প্রতিষ্ঠিতii. আশ্রয়বাক্যগুলোর বিষয়বস্তু পার্থিব ঘটনারাশির সাথে সম্পৃক্তiii. অনুমানের বৈধতার জন্য আকারগত ও বসতগাত উভয় সাতাতার প্রয়োজননিচের কোনটি সঠিক?
দৈনন্দিন জীবনে প্রান্ত অসংহত ও অনিয়ন্ত্রিত অভিজ্ঞতাকে সুসংহত ও সুনিয়ন্ত্রিত করে সার্বিক সত্য পৌঁছাতে সাহায্য করে- i. আরোহ অনুমানii. অবরোহ অনুমানiii. বৈজ্ঞানিক অনুমাননিচের কোনটি সঠিক?
আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য অপেক্ষা- i. ক্ষুদ্রতরii. বৃহত্তরiii. কম গ্রহণযোগ্যনিচের কোনটি সঠিক?