অনুমানের ক্ষেত্রে যে বিষয়টি সত্য- i. অনুমানের জ্ঞান সত্য বা মিথ্যা হয়ii. অনুমানের জ্ঞান বিশ্বাসযোগ্যiii. অনুমানের জ্ঞান যাচাইযোগ্যনিচের কোনটি সঠিক?
অনুমানকে প্রধানত কয়টি ভাগে লাগ করা হয়?
অবরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য কী?
যে অনুমানের ক্ষেত্রে এক বা একাধিক আশ্রয়বাক্যর ভিত্তিতে অনিবার্যভাবে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে কোন অনুমান বলা হয়?
অবরোহ অনুমানকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
"অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না"- উক্তিটি কে ব্যক্ত করেছেন?
কোন অনুমানের সিদ্ধান্ত সব সময় সার্বিক হয় ?
অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়?
কোন অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই কোনো আশ্রয়বাক্যর তুলনায় ব্যাপকতর হতে পারে না?
হোয়েটলি, হ্যামিলটন, ম্যানসেল প্রমুখ যুক্তিবিদরা কোন অনুমানকে মৌলিক যুক্তি পদ্ধতি বলে মনে করেন?
মাধ্যম অনুমান কতো প্রকার?
মাধ্যম অনুমানকে কোন অনুমানের অন্তর্ভুক্ত করা হয়?
আরোহ এবং অবরোহ কোন ধারা বলে পরিচিত ?
মাধ্যম অনুমান কোন অনুমানের আলোচ্য বিষয়?