মিলের মতে কারণ হলো-
i. কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. কার্যের শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা
iii. কার্যের পরের ঘটনা
নিচের কোনটি সঠিক?
কার্য ও কারণের মধ্যকার সম্পর্ক হলো-
i. আবশ্যিক
ii. অনিবার্য
iii. অনিবার্য নয়
কার্যের পূর্ববর্তী ঘটনাকে কী বলে?
কারণের পরবর্তী ঘটনাকে কী বলা হয়?
'দুধ থেকে দই হয়'-উক্তিটিতে 'দুধ' হলো-
i. উদ্দেশ্য
ii. কারণ
iii. কার্য
কোন দার্শনিক কার্যকারণের মধ্যকার অবিচ্ছেদ্য, আবশ্যক ও অনিবার্য সম্পর্কের ধারণা কে অস্বীকার করেন?
কার্যকারণ নিয়মকে সার্বজনীন বিধি বলে স্বীকার করা যায় না কেন?
কার্যকারণ বিধির দুটি দিক আছে-
i. সদর্থক
ii. নঞর্থক
iii. নিরপেক্ষ
আরোহের আকারগত ভিত্তি হিসেবে কাজ করে-
i. সার্বিকীকরণ নীতি
ii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
iii. কার্যকারণ নীতি
কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনার প্রয়োজন হয় তাদের সমষ্টিকে কী বলে?
কোনো কার্যকে ঘটানোর জন্য যে পূর্ববর্তী ঘটনাগুলো থাকে তাদের প্রত্যেকটি ঘটনাকে পৃথকভাবে কী বলা হয়?
যুক্তিবিদ মিলের মতে কারণ হলো-
i. সদর্থক শর্তসমূহের সমষ্টি
ii. নঞর্থক শর্তসমূহের সমষ্টি
iii. কার্যের সমষ্টি
যে সকল শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয়, তাকে কী বলা হয়?
একটি ছেলে পরীক্ষায় ফেল করেছে-এর কয়েকটি সদর্থক শর্ত হলো-
i. পড়াশুনায় অবহেলা
ii. প্রশ্নপত্র কঠিন
iii. পরীক্ষা কক্ষে কড়াকড়ি
যেসব শর্ত অনুপস্থিত থাকলে কার্য সংঘটিত হয়, তাকে কী বলা হয়?
মিলের মতে, কারণ হলো-
iii. ব্যবহারিক শর্তসমূহের সমষ্টি
একটি কার্যের কারণ কয়টি?
যে সকল শর্তের উপস্থিতিতে একটি ঘটনা অবশ্যই ঘটে, তাকে কী শর্ত বলে?
কোন শর্তের অনুপস্থিতিতে কার্য সংঘটিত হয়?
i. ব্যক্তির সাঁতার জ্ঞান
ii. মাঝির পারদর্শিতা
iii. পর্যাপ্ত উদ্ধারকারী নৌকা
অমাধ্যম অনুমান কী?