মিলের মতে কারণ হলো-
i. কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. কার্যের শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা
iii. কার্যের পরের ঘটনা
নিচের কোনটি সঠিক?
কার্য ও কারণের মধ্যকার সম্পর্ক হলো-
i. আবশ্যিক
ii. অনিবার্য
iii. অনিবার্য নয়
'দুধ থেকে দই হয়'-উক্তিটিতে 'দুধ' হলো-
i. উদ্দেশ্য
ii. কারণ
iii. কার্য
কার্যকারণ বিধির দুটি দিক আছে-
i. সদর্থক
ii. নঞর্থক
iii. নিরপেক্ষ
আরোহের আকারগত ভিত্তি হিসেবে কাজ করে-
i. সার্বিকীকরণ নীতি
ii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
iii. কার্যকারণ নীতি
যুক্তিবিদ মিলের মতে কারণ হলো-
i. সদর্থক শর্তসমূহের সমষ্টি
ii. নঞর্থক শর্তসমূহের সমষ্টি
iii. কার্যের সমষ্টি
একটি ছেলে পরীক্ষায় ফেল করেছে-এর কয়েকটি সদর্থক শর্ত হলো-
i. পড়াশুনায় অবহেলা
ii. প্রশ্নপত্র কঠিন
iii. পরীক্ষা কক্ষে কড়াকড়ি
মিলের মতে, কারণ হলো-
iii. ব্যবহারিক শর্তসমূহের সমষ্টি
কোন শর্তের অনুপস্থিতিতে কার্য সংঘটিত হয়?
i. ব্যক্তির সাঁতার জ্ঞান
ii. মাঝির পারদর্শিতা
iii. পর্যাপ্ত উদ্ধারকারী নৌকা