যে সকল শর্তের উপস্থিতিতে একটি ঘটনা অবশ্যই ঘটে, তাকে কী শর্ত বলে?
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সব ক্ষেত্রেই সংশ্লেষক যুক্তিবাক্য। কারণ-
i. নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করে
ii. জানা থেকে অজানায় গমন করে
iii. অনুমানের ভিত্তিতেই কেবল সিদ্ধান্ত গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
প্রকল্প সব সময়-
i. নির্দিষ্ট হতে হবে
ii. যাচাইযোগ্য হতে হবে
iii. স্ব-বিরোধী হতে হবে
জয়নুল প্রকল্পের উৎস হিসেবে 'ক' ও 'খ' উপায়ের কথা বলেছেন। 'ক' ও 'খ' কোনটিকে নির্দেশ করে?
i. সরল গণনামূলক আরোহ
ii. সরল আবর্তন
iii. সিদ্ধান্ত স্থাপন
যুক্তিবিদ জেভন্সের মতে সম্ভাব্যতার ভিত্তি প্রতিষ্ঠিত হয় কীভাবে?
এ প্রকল্পের সাথে সম্পৃক্ত নয়-
i. নাম ও পিতার নাম মিল থাকায় একজন ব্যক্তিকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার
ii. টলেমির ভূকেন্দ্রিক প্রকল্প
iii. কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক প্রকল্প