সহানুমানের সংস্থান কোন পদের অবস্থানের ভিত্তিতে নির্ণীত হয়?
নিম্নের যুক্তিটিতে কী ভ্রান্তি ঘটেছে?
যে সহানুমানে মধ্য পদটি প্রধান আশ্রয় বাক্যে বিধেয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে উদ্দেশ্য হয়, তাকে কোন সংস্থান বলে?
সহানুমানের বৈধ মূর্তি কয়টি?
তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি?
সহানুমানে মধ্যপদের মুখ্য ভূমিকা হচ্ছে প্রধান ও অপ্রধান পদের মধ্যে-
i. তুলনার মানদণ্ড হিসেবে কাজ করা
ii. সম্বন্ধ সৃষ্টি করা
iii. সম্বন্ধ বিনষ্ট করা
নিচের কোনটি সঠিক?
একটি সহানুমানে দুটি পদকে দুটি আশ্রয়বাক্যে দুই অর্থে ব্যবহার করলে যেসব ভ্রান্তির সৃষ্টি হয় তার নাম-
i. দ্ব্যর্থক প্রধান পদ অনুপপত্তি
ii. দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি
Iii. চতুষ্পদী অনুপপত্তি
সহানুমানের আশ্রয় বাক্যে ব্যান্ড না হয়ে যদি দুটি পদ সিদ্ধান্তে ব্যক্ত হয়ে যায় তবে সে ভ্রান্তির সৃষ্টি হয় তাহলো-
i. অব্যাপ্ত মধ্যপদ অনুপপত্তি
ii. অবৈধ প্রধান পদ ভ্রান্তি
iii. অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি
সহানুমানের সিদ্ধান্ত বৈধ হবে না যদি আশ্রয়বাক্য দুটি-
i. সদর্থক
ii. বিশেষ হয়
iii. নঞর্থক হয়
সহানুমানের মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হলে যথাক্রমে তা হবে-
i. প্রথম সংস্থান
ii. দ্বিতীয় সংস্থান
iii. তৃতীয় সংস্থান
তৃতীয় সংস্থানের বৈধ মূতি হলো-
i. BAROCO
ii. DARAPΤΙ
iii. DISAMIS
সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ-
A যুক্তিবাক্যকে আবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?
আবর্তনে E যুক্তিবাক্যের সিদ্ধান্ত কোন যুক্তিবাক্য?
প্রতিবর্তনে ০ যুক্তিবাক্যের সিদ্ধান্ত কোন যুক্তিবাক্য?
প্রতি-আবর্তন একটি-
i. মৌলিক প্রক্রিয়া
ii. যৌগিক প্রক্রিয়া
iii. মিশ্র প্রক্রিয়া
প্রতিবর্তনে সিদ্ধান্তের বিধেয় হবে আশ্রয়বাক্যের বিধেয়ের-
আবর্তনীয়ের কোন অব্যাপ্য পদকে আবর্তিতে-
i. ব্যাপ্য করা যাবে
ii. ব্যাপ্য করা যাবে না
iii. অব্যাপ্য করা যাবে না
অমাধ্যম অনুমান এক প্রকার-
i. আরোহ অনুমান
ii. অবরোহ অনুমান
iii. বস্তুগত অনুমান
সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদটির নাম কী?