'আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয়ে হয়-
i. আবর্তনের যুক্তিতে
ii. প্রতিবর্তনের যুক্তিতে
iii. আবর্তিত প্রতিবর্তনের যুক্তিতে
নিচের কোনটি সঠিক?
দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্ত হয়-
i. নিরপেক্ষ বাক্য
ii. প্রাকল্পিক বাক্য
iii. বৈকল্পিক বাক্য
সহানুমানের বৈশিষ্ট্য হচ্ছে-
i. দুটি আশ্রয়বাক্য থাকে
ii. আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক হয়
iii. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মাঝে অনিবার্য সম্পর্ক থাকে
পরোক্ষ রূপান্তরের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
i. প্রদত্ত মূর্তিটির সিদ্ধান্তকে মিথ্যা বলে ধরে নিতে হবে
ii. সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তিবাক্যকে প্রদত্ত সংস্থানের একটি আশ্রয়বাক্য হিসেবে গ্রহণ করতে হবে
iii. কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না