আরোহ অনুমানের যুক্তিবাক্যটি হয়-
i. বিশ্লেষক যুক্তিবাক্য
ii. সংশ্লেষক যুক্তিবাক্য
iii. সার্বিক যুক্তিবাক্য
নিচের কোনটি সঠিক?
খেঁকী কুকুর, কদাচিৎ ভয়ঙ্কর। এর যৌক্তিক রূপ কোনটি?
কেবল সাহসী লেকেরাই যোদ্ধা। এর যৌক্তিক রূপ কোনটি?
এখন ঠান্ডা। এর যৌক্তিক রূপ কোনটি?
খুব কম ব্যবসায়ীই সৎ। এর যৌক্তিক রূপ কোনটি?
ধ্বনি বা অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে কী বলা হয়?
শব্দ গঠিত হয় কীভাবে?
'পানি' শব্দটির অর্থ হতে পারে-
i. জল
ii. হাত
iii. পা
'শব্দ' দ্বারা প্রকাশিত হয়-
i. বিস্ময়
ii. সংশয়
iii. অনুভূতি
মানুষের চিন্তা, ইচ্ছা, অনুভব করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে কী বলা হয়?
যুক্তির উপাদান বলতে বোঝায়-
i. শব্দ
ii. আশ্রয়বাক্য
iii. সিদ্ধান্ত
যুক্তির উপাদানের মাধ্যমেই জানা যায়-
i. যুক্তির প্রকৃতি
ii. যুক্তির গঠন
iii. যুক্তির নিয়ম
যুক্তিবিদ্যায় শব্দ প্রধানত কত প্রকার?
মানুষ', 'কলম', 'পাখি'- শব্দগুলো শব্দের কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত?
স্বাধীনভাবে উদ্দেশ্য ও বিধেয় পদে বসে অর্থ প্রকাশ করে কোন শ্রেণির শব্দ?
'সকল মানুষ মরণশীল'- যুক্তিবাক্যে 'মানুষ' শব্দটি-
i. সহ-পদযোগ্য শব্দ
ii. পদযোগ্য শব্দ
iii. উদ্দেশ্য পদ
যে শব্দ বা শব্দসমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয়, তাদেরকে কোন শব্দ বলা হয়?
'আমগুলো খেতে মিষ্টি'- এ বচনটিতে 'গুলো' শব্দটি কোন ধরনের শব্দ?
সহ-পদযোগ্য শব্দ হলো-
i. এবং
ii. খানা
iii. টি
'টি', 'টা', 'খানা', 'এবং' ইত্যাদি শব্দ হলো পদযোগ্য শব্দ। কারণ-
i. যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়
ii. যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না
iii. অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয়