যে আরোহে আরোহমূলক উল্লম্ফন থাকে তাকে কোন আরোহ বলা হয়?
যে আরোহে আরোহের প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য। বর্তমান থাকে তাকে কোন আরোহ বলা হয়?
প্রকৃত আরোহ হলো-
i. বৈজ্ঞানিক
ii. অবৈজ্ঞানিক
iii. সাদৃশ্যমূলক
নিচের কোনটি সঠিক?
পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে কোন অনুমানের ওপর ভিত্তি করে?
প্রাচীন গ্রিক দার্শনিক হিসেবে কার দর্শনে আরোহের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে?
আধুনিক পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে কার কার দর্শনে আরোহ অনুমান স্থান পায়?
i. বেকন ও বেইন
ii. মিল ও কার্ভেথ রীড
iii. যুক্তিবিদ হয়েস
আরোহ অনুমানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য কোনটি?
আরোহ অনুমানের আশ্রয়বাক্য গুলোর প্রকৃতি কেমন?
আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো কোন ধরনের সত্যকে প্রকাশ করে?
কোন নিয়মটি আরোহ অনুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?
i. বহুকারণবাদ
ii. কার্যকারণ নীতি
iii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
আরোহ শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
যুক্তিবিদ্যার জনক কে?
এরিস্টটল এর সময়কাল কোনটি?
"আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি, যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে”- কে বলেছেন?
আরোহ অনুমানের মৌলিক নীতি কয়টি?
বিশেষ থেকে সার্বিকের, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা যায় কোন অনুমানে?
আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো কেমন?
আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা কেমন প্রকৃতির হয়?
প্রত্যেক অনুমানে থাকে-
i. আশ্রয়বাক্য
ii. সিদ্ধান্ত
iii. কার্যকারণ সম্পর্ক
'অতএব সকল মানুষ মরণশীল' এই সিদ্ধান্তটি-
i. একটি সার্বিক বাক্য
ii. নতুন জ্ঞান সংযোজিত হয়
iii. আরোহ অনুমান লক্ষণীয়