বাংলাদেশে অসীম বিহিত অর্থ কোনটি?
i. ৫ টাকা
ii. ১০ টাকা
iii. ২০ টাকা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের ব্যাংকটির কার্যাবলি হলো-
i. কৃষির সাথে জড়িত খাতের ঋণ প্রদান করা
ii. কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে ও বেকারদের সহায়তা করা
iii. অন্যান্য ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা
সিহাব যদি জমা টাকার ওপর সুদ চায় তাহলে কোন ধরনের হিসাব খুলতে হবে?
i. সঞ্চয়ী
ii. চলতি
iii. স্থায়ী
করিম যে আর্থিক প্রতিষ্ঠানে আমানত জমা করে উক্ত প্রতিষ্ঠানটি—
i. চেক বই ইস্যু করে
ii. বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করে
iii. নতুন নোট ইস্যু করে
উক্ত ব্যাংকের কাজ হচ্ছে-
i. ঋণ নিয়ন্ত্রণ
ii. নোট প্রচলন
iii. ব্যাংকিং নীতিমালা তৈরি
আজমল সাহেবের উক্ত ব্যাংক থেকে গৃহীত ঋণ হলো-
i. দীর্ঘমেয়াদি ঋণ
ii. মধ্যমেয়াদি ঋণ
iii. স্বল্পমেয়াদি ঋণ
তাকে মুনাফা পেতে হলে—
i. নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা ব্যাংকে জমা থাকবে
ii. নির্দিষ্ট সময় অন্তর অন্তর টাকা জমা দেবে
iii. ব্যাংকের চাহিদামতো টাকা উত্তোলন করবে
অর্পিতার ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলো হলো-
i . মুদ্রাস্ফীতি রোধ করা
ii. অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা
iii. সঞ্চয় সংগ্রহ করা
মনে কর, একজন তাঁতি কাপড় নিয়ে কৃষকের নিকট গেল ধানের জন্য। কৃষক জানালো এখন তার কাপড়ের প্রয়োজন নেই।
বিনিময়ের ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা দেখা গেল?